যশোরের শার্শায় কৃষকদের মধ্যে বিনা মূল্যে সার বিতরণ করা হয়েছে। গতকাল রোববার বিকেলে শার্শা উপজেলা কমপ্লেক্স অডিটোরিয়ামে প্রণোদনা কর্মসূচির আওতায় এই সার বিতরণ করা হয়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর আয়োজন করেন।
পর্যায়ক্রমে মোট ৬ হাজার ৫০০ প্রান্তিক চাষিকে এ প্রণোদনা দেওয়া হবে। তাঁদের মধ্যে ৩ হাজার ৩০০ জনকে ২ কেজি হাইব্রিড ধানের বীজ এবং ৩ হাজার ২০০ জনকে উচ্চ ফলনশীল জাতের ৫ কেজি ধান বীজ, ১০ কেজি করে দুই ধরনের সার দেওয়া হবে।
অনুষ্ঠানে শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মীর আলিফ রেজা সভাপতিত্ব করেন। প্রধান অতিথি ছিলেন, স্থানীয় সাংসদ শেখ আফিল উদ্দিন।
বিশেষ অতিথি ছিলেন, শার্শা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু, উপজেলা কৃষি অফিসার সৌতম কুমার শীল, যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য অধ্যক্ষ ইব্রাহিম খলিল, শার্শা সদর ইউপি চেয়ারম্যান কবির উদ্দিন তোতা প্রমুখ।