৯ মে মস্কোর গোর্কি কালচারাল অ্যান্ড এন্টারটেইনমেন্ট সেন্টার পার্কে প্রথমবারের মতো আয়োজন করা হয়েছিল অমর রেজিমেন্টের আন্তর্জাতিক মঞ্চ নামের বিশেষ কনসার্ট।
ঢাকার রাশিয়ান হাউসের সহায়তায় সেই কনসার্টে অংশ নিয়েছেন বাংলাদেশের সংগীতশিল্পী মৌসুমী আক্তার শ্রাবণী ও মো. আলাউদ্দিন। তাঁদের মনোজ্ঞ পরিবেশনা স্থানীয়দের প্রশংসা কুড়ায়। মস্কো সফরে শিল্পীদ্বয় একটি সিরিজ সাক্ষাৎকার দিয়েছেন স্থানীয় একটি টিভি চ্যানেল ও তথ্য পোর্টালে। কনসার্টে আরও অংশ নিয়েছিলেন ভারত, চীন, তুরস্ক, গ্রিস, স্পেন, সার্বিয়াসহ মোট ৫৮টি দেশের সংগীতশিল্পীরা।