মেহেরপুরে সন্ত্রাস মোকাবিলায় সেমিনার হয়েছে। গতকাল রোববার সকাল ১০টায় জেলা শিল্পকলা একাডেমির হলরুমে দফাদার ও চৌকিদারদের নিয়ে এ সেমিনার হয়।
অনুষ্ঠানের উদ্বোধন করেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মৃধা মো. মুজাহিদুল ইসলাম। বক্তব্য দেন কাউন্টার টেররিজম ইউনিটের পুলিশ সুপার নাজমুল হাসান, মেহেরপুরের পুলিশ সুপার রাফিউল আলম, অতিরিক্ত পুলিশ সুপার জামিরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার অপু সরোয়ার। সেমিনারে জেলার দফাদার ও চৌকিদারেরা অংশ নেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সরকার সন্ত্রাসীদের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছে। যারা সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত হবে তাদের কঠোরহস্তে দমন করা হবে। এ জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।