রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ‘দক্ষিণ রাঙ্গুনিয়া থানা’ নামে একটি নতুন থানা হতে যাচ্ছে। উপজেলার সরফভাটা, শিলক, পদুয়া ও কোদালা ইউনিয়ন এই থানার আওতায় থাকবে।
ইতিমধ্যে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন প্রকাশিত হয়েছে বলে নিশ্চিত করেছেন রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুব মিলকী।
তিনি বলেন, গত সোমবার ‘দক্ষিণ রাঙ্গুনিয়া থানা’ গঠনের জন্য প্রজ্ঞাপন জারি হয়েছে। থানার জন্য অস্ত্রাগার, হাজতখানা, কর্মকর্তাদের কক্ষ প্রয়োজন হবে। তাই আপাতত ভাড়া ভবনে থানা চালুর জন্য ভবন খোঁজা হচ্ছে। শিগগিরই নতুন থানার কার্যক্রম চালু হবে।