হোম > ছাপা সংস্করণ

প্রথমবার আইটেম গানে রেশমি

এস কে সমীরের সংগীতায়োজনে সিনেমার আইটেম গান গাইলেন রেশমি মির্জা। আমিনুল ইসলাম বাচ্চু পরিচালিত মুক্তি প্রতীক্ষিত ‘ফুলজান’ সিনেমায় থাকছে ‘হাবুডুবু’ শিরোনামের গানটি। গানের কথা লিখেছেন ও সুর করেছেন সিনেমার পরিচালক নিজেই।

সিনেমায় প্রথম আইটেম গান গাওয়ার অভিজ্ঞতা জানিয়ে রেশমি বলেন, ‘সংগীতজগতের অনেকের সঙ্গে কাজ করার সৌভাগ্য হলেও এস কে সমীর ভাইয়ের সঙ্গে আমার এবারই প্রথম। প্রথম কাজটিই সিনেমার গান। তাও আবার আইটেম গান। সব মিলিয়ে আমি খুব এক্সাইটেড ছিলাম। ভাবছিলাম কি-না-কি হয়! কিন্তু দেখলাম, সমীর ভাই সময় নিয়ে অনেক যত্ন করে যে গানটি দাঁড় করিয়েছেন, সেটা অসাধারণ! সাধ্যমতো চেষ্টা করেছি ভালো গাওয়ার, বাকিটা দর্শক বিচার করবেন।’

সিনেমার পরিচালক ও গানটির গীতিকার আমিনুল ইসলাম বাচ্চু বলেন, ‘গল্পের কারণেই আইটেম গানটির প্রয়োজন ছিল। এরই মধ্যে শুটিংও শেষ হয়েছে গানটির।’
গানটির জন্মকথা বলতে গিয়ে সংগীত পরিচালক এস কে সমীর বলেন, ‘এ সিনেমার ডাবিং ও ব্যাকগ্রাউন্ড মিউজিক আমি করেছি। আইটেম গানের সিদ্ধান্ত নিলে পরিচালক আমার সঙ্গে আলোচনা করেন। ফিল্মের গান আগেও করেছি কিন্তু আইটেম গান এবারই প্রথম। কণ্ঠশিল্পী রেশমির গায়কি আমার অত্যন্ত পছন্দ। হাবুডুবুর জন্য রেশমিকেই উপযুক্ত মনে হয়েছে। চেষ্টা করেছি, সুন্দর একটা গান উপহার দেওয়ার। গানটির সাইড ভয়েসও আমার দেওয়া। আশা করি, হাবুডুবু গানটি দর্শক-শ্রোতাদের ভালো লাগবে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ