গফরগাঁওয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলায় জিসান মিয়া (৩২) ও মো. নাজমুল কবির (২৭) নামে দুই যুবককে গ্রেপ্তার করেছে পাগলা থানা-পুলিশ। সাংবাদিক ও লংগাইর ইউপির চেয়ারম্যান আব্দুল্লাহ আল আমিন বিপ্লবকে নিয়ে কটূক্তি করার অভিযোগে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গত সোমবার রাত ১২টার দিকে পাগলা থানা-পুলিশ লংগাইর ইউনিয়নের বাগবাড়ি গ্রামে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে।
পাগলা থানা-পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, লংগাইর ইউনিয়নের ৭-৮ জন যুবকের একটি দল পরস্পর যোগসাজশে বৈদ্যুতিক ডিভাইস ব্যবহার করে সাংবাদিক আব্দুল্লাহ আল আমিন বিপ্লবের বিরুদ্ধে মিথ্যা, মানহানিকর তথ্য প্রকাশ করেছে।
এ কাজে তাঁরা নিজেদের আইডি ও ভুয়া আইডি থেকে ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে।
এভাবে আল আমিনকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ করা হয়।
এ ঘটনায় আব্দুল্লাহ আল আমিন বাদী হয়ে গত ২৯ অক্টোবর অজ্ঞাতনামা ৩ জনসহ ৯ জনকে আসামি করে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন।
এ বিষয়ে পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদুজ্জামান বলেন, ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় তাঁদের গ্রেপ্তার করা হয়েছে। অভিযুক্ত অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান তিনি।