বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র আবরার ফাহাদ হত্যা মামলায় যুক্তিতর্ক শুনানি শুরু হয়েছে। গতকাল বুধবার রাষ্ট্রপক্ষ শুনানি শুরু করেছে। ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ এর বিচারক আবু জাফর মো. কামরুজ্জামান আজ বৃহস্পতিবার আবার শুনানির দিন ঠিক করেছেন।
রাষ্ট্রপক্ষে ট্রাইব্যুনালের বিশেষ পিপি আবু আব্দুল্লাহ ভূঞা মামলার এজাহার, অভিযোগপত্র ও ১৯ জন সাক্ষীর জবানবন্দি নিয়ে আলোচনা করেন।
গত ২৩ আগস্ট এই মামলায় সাক্ষ্যগ্রহণ শেষ হয়। ২৯ আগস্ট আসামিরা আত্মপক্ষ সমর্থন করে নিজেদের নির্দোষ দাবি করেন। পরে ৮ সেপ্টেম্বর ফের অভিযোগ গঠন করায় যুক্তিতর্ক শুনানি পিছিয়ে দেওয়া হয়।