শিশুদের নির্যাতনমুক্ত পরিবেশে বেড়ে উঠতে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেছেন চট্টগ্রামের এক কর্মশালায় অংশ নেওয়া বিশিষ্টজনেরা। গতকাল বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) কনফারেন্স রুমে এর আয়োজন করে বেসরকারি উন্নয়ন সংস্থা মমতা।
শিশু নির্যাতন রোধে সচেতনতা তৈরিতে অনুষ্ঠিত কর্মশালাটির সহযোগী সেভ দ্য চিলড্রেন ইন্টারন্যাশনাল ইন বাংলাদেশ। এতে প্রধান অতিথির বক্তব্যে চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শহীদুল আলম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। ভবিষ্যৎ প্রজন্মকে মানবীয় গুণাবলি সম্পন্ন করে তুলতে এবং নির্যাতনমুক্ত পরিবেশ সৃষ্টিতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
শিশু নির্যাতন রোধে মমতা যেসব কার্যক্রম চালিয়ে যাচ্ছে এর প্রশংসা করেন শহীদুল আলম। তিনি সংস্থাটিকে চসিকের সঙ্গে সমন্বয় করে কাজ করার পরামর্শ দেন।
মমতার উপপ্রধান নির্বাহী মো. ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন প্যানেল মেয়র আফরোজা কালাম। স্বাগত বক্তব্য রাখেন মমতার সিনিয়র পরিচালক স্বপ্না তালুকদার। আরও বক্তব্য দেন কাউন্সিলর নাজমুল হক ডিউক, সংরক্ষিত কাউন্সিলর তছলিমা নূরজাহান রুবি, হুরে আরা বেগম, জেসমিন পারভীন জেসি, সমাজভিত্তিক শিশু সুরক্ষা কমিটির সদস্য মো. ইব্রাহিম ফরায়েজী, ১৩ নম্বর শিশু সুরক্ষা কমিটির সদস্য মো. মাঈনুদ্দিন, প্রধান শিক্ষক মোজাম্মেল হক, শিক্ষক মো. ইকবাল, মমতার পরিচালক সুব্রত বড়ুয়া প্রমুখ।