জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ছাত্রী হল থেকে ক্যাম্পাসে নিরাপদে প্রবেশের জন্য ফুটওভার ব্রিজ চান শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের সামনে সদরঘাটগামী ব্যস্ত সড়কে ভারী যানবাহন চলাচল করায় পারাপারে নিরাপত্তাহীনতায় থাকেন শিক্ষার্থীরা। সম্প্রতি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ট্রাকচাপায় শিক্ষার্থী হিমেল নিহত হলে দাবিটি আরও জোরালো হয়।
সদরঘাট-গুলিস্তান, সদরঘাট-ডেমরা, সদরঘাট-পোস্তগোলা, সদরঘাট-লক্ষ্মীবাজার সড়কগুলো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামনে মিলিত হয়েছে। ব্যস্ত এসব সড়কে সারা দিন হাজার হাজার যানবাহন চলাচল করে। বিশ্ববিদ্যালয়ের প্রধান গেট কিংবা দ্বিতীয় গেটের সামনে কোনো পদচারী-সেতু বা স্পিড ব্রেকার না থাকায় বাস, লেগুনা, মোটরসাইকেল ও রিকশাচালকেরা মূল ফটকের সামনে বেপরোয়া হয়ে যান।