হোম > ছাপা সংস্করণ

খুবিতে ভর্তির সময়সূচি প্রকাশ

খুবি প্রতিনিধি

খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) ২০২০-২০২১ শিক্ষাবর্ষে ভর্তি শুরু হচ্ছে ১৩ ডিসেম্বর থেকে। ক ও ঘ ইউনিটে ভর্তির সুযোগ পাওয়া শিক্ষার্থীরা এদিন ভর্তি হতে পারবেন। খ ও গ ইউনিটে সুযোগ পাওয়া শিক্ষার্থীরা ভর্তি হতে পারবেন ১৯ ডিসেম্বর।

বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার দপ্তর সূত্রে জানা গেছে, ক ও ঘ ইউনিটে মেধা তালিকায় থাকা শিক্ষার্থীদের ১৩ ডিসেম্বর ভর্তি কার্যক্রম চলবে সকাল সাড়ে দশটা থেকে বিকেল সাড়ে তিনটা পর্যন্ত। একইভাবে খ ও গ ইউনিটে মেধা তালিকায় থাকা শিক্ষার্থীদের ১৯ ডিসেম্বর ভর্তি কার্যক্রম চলবে সকাল সাড়ে দশটা থেকে বিকেল সাড়ে তিনটা পর্যন্ত।

মেধা তালিকা থেকে ভর্তির জন্য শিক্ষার্থীদের এসএমএস এর মাধ্যমে জানানো হবে। তবে বিষয় নির্ধারণ ক ও ঘ ইউনিটের জন্য ৯ ডিসেম্বর বিকেল ৫.০০ টা থেকে ১২ ডিসেম্বর রাত ১১.৫৯ টার মধ্যে এবং খ ইউনিটের জন্য ১৫ ডিসেম্বর থেকে ১৯ ডিসেম্বর এর মধ্যে অনলাইনে সম্পন্ন করতে হবে। তবে কোন শিক্ষার্থী অনলাইনে বিষয় পছন্দক্রম দিতে ব্যর্থ হলে তাকে স্ব-শরীরে এসে তা দেওয়ার সুযোগ দেওয়া হবে।

অপরদিকে ক ও ঘ ইউনিটে অপেক্ষমাণ তালিকায় থাকা শিক্ষার্থীদের ২০ ডিসেম্বর ভর্তি কার্যক্রম চলবে সকাল সাড়ে দশটা থেকে বিকেল সাড়ে তিনটা পর্যন্ত। একইভাবে খ ও গ ইউনিটের অপেক্ষমাণ তালিকায় থাকা শিক্ষার্থীদের ২৩ ডিসেম্বর ভর্তি কার্যক্রম চলবে সকাল সাড়ে দশটা থেকে বিকেল সাড়ে তিনটা পর্যন্ত।

অপেক্ষমাণ তালিকা থেকে শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে রিপোর্টিং এবং বিষয় পছন্দক্রম সবই অনলাইনে করতে হবে। গ ইউনিটের ক্ষেত্রে মেধা তালিকা এবং অপেক্ষমাণ তালিকা থেকে ভর্তির ক্ষেত্রে বিষয় পছন্দক্রম এবং রিপোর্টিং সবই স্ব শরীরে সম্পন্ন করতে হবে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ