হোম > ছাপা সংস্করণ

রোল নম্বর লেখার পর পরীক্ষা স্থগিত

ভূঞাপুর প্রতিনিধি

বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে নবম শ্রেণির বোর্ড সমাপনী পরীক্ষা গতকাল সোমবার শুরু হওয়ার কথা ছিল। তাই নির্ধারিত সময় সাড়ে ৯টায় ভূঞাপুরের সব কেন্দ্রে উত্তরপত্র সরবরাহ করা হয়। শিক্ষার্থীরা রোল ও রেজিস্ট্রেশন নম্বর পূরণ করে প্রশ্নের জন্য অপেক্ষা করছিল। পরে ৯টা ৫০ মিনিটে ঘূর্ণিঝড় ‘জাওয়াদের’ কারণে পরীক্ষা স্থগিত করার ঘোষণা আসে।

নিকরাইল বেগম মমতাজ বালিকা উচ্চবিদ্যালয় ও অলোয়া মনিরুজ্জামান বিএম কলেজ পরীক্ষাকেন্দ্রে খোঁজ নিয়ে জানা যায়, শিক্ষার্থীরা খাতায় রোল ও রেজিস্ট্রেশন নম্বর লেখার পর ৯টা ৫৫ মিনিটে জানতে পারে ঘূর্ণিঝড় ‘জাওয়াদের’ কারণে পরীক্ষা হবে না। পরে শিক্ষকেরা পরীক্ষার্থীদের কাছ থেকে পূরণ করা উত্তরপত্র নিয়ে নেন।

পরীক্ষার সময় পরে জানিয়ে দেওয়া হবে বলেও ঘোষণা দেন। এ বছর উপজেলার অলোয়া বিএম কলেজ কেন্দ্রে ২৯৬ জন ও নিকরাইল বেগম মমতাজ বালিকা উচ্চবিদ্যালয় কেন্দ্রে ২৫৫ জন পরীক্ষার্থী অংশ নেবে।

এ বিষয়ে নিকরাইল বেগম মমতাজ বালিকা উচ্চবিদ্যালয়ের কেন্দ্র সচিব মো. শামছুল আলম জানান, পরীক্ষা স্থগিতের ঘোষণা পরে আসার আগেই শিক্ষার্থীরা খাতায় রোল ও রেজিস্ট্রেশন নম্বর লিখে ফেলেছিল। পরে তা ফেরত নেওয়া হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. ইশরাত জাহান বলেন, সকাল সাড়ে ৯টার দিকে মেসেজ আসে কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে নবম শ্রেণির আজকের পরীক্ষা স্থগিত করা হয়েছে। পরে কেন্দ্রে মেসেজ পৌঁছে দেওয়া হয়। পরীক্ষার্থীদের দেওয়া খাতা কেন্দ্র সচিবের নির্দেশে ফেরত নেওয়া হয়। তবে কোনো প্রশ্নপত্র খোলা হয়নি।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ