করোনার ওষুধ অনুমোদন
চলতি বছর বিশ্বের প্রথম দেশ হিসেবে করোনার চিকিৎসায় ‘মলনুপিরাভির’ নামের মুখে খাওয়ার অনুমোদন দেয় যুক্তরাজ্য। গত ৪ নভেম্বর মের্কের তৈরি এই বড়ির অনুমোদন দেওয়া হয়। সম্প্রতি যুক্তরাষ্ট্রে অনুমোদন পেয়েছে ফাইজারের অ্যান্টিভাইরাল পিল ‘প্যাক্সলোভিড’।
নতুন বছর শুরু হচ্ছে ওমিক্রন আতঙ্কে। তবে এর মধ্যেও আশার বাণী শুনিয়েছেন বিজ্ঞানীরা। তাঁদের মতে, ওমিক্রন উচ্চ সংক্রামক হলেও গুরুতর নয়। গবেষণা বলছে, ওমিক্রনে আক্রান্ত রোগীদের হাসপাতালে ভর্তি হওয়ার ঝুঁকি ডেলটার তুলনায় ৩০-৭০ শতাংশ কম।
করোনার টিকা নিয়ে আলোচনা ছিল বছরজুড়েই। তবে এসবের মধ্যেই টিকাদানে অর্জিত হয়েছে মাইলফলক। বিশ্বের মোট জনসংখ্যার (৭৮০ কোটি) বিপরীতে এ পর্যন্ত উৎপাদন হয়েছে ৮৫০ কোটি ডোজ টিকা। বুস্টার বাদ দিয়ে, ২০২১ সালে বিশ্বের প্রায় ৫০ শতাংশ মানুষ টিকার আওতায় এসেছে।
সাপ্তাহিক কার্যদিবস ৬ দিন থেকে কমিয়ে সাড়ে চার দিন করার ঘোষণা দিয়েছে সংযুক্ত আরব আমিরাত। সপ্তাহে ৬ দিন কাজ করার ধারণা থেকে বেরিয়ে আসতে চাইছে আরও অনেক দেশে। গত সেপ্টেম্বরে সপ্তাহে ৩২ ঘণ্টা কাজের ট্রায়াল দিয়েছে স্পেন। একই পথে হাঁটছে স্কটল্যান্ডও।
চীনের পর বিশ্বের দ্বিতীয় বৃহত্তম কার্বন নির্গমনকারী দেশ যুক্তরাষ্ট্র পুনরায় যোগ দিয়েছে প্যারিস চুক্তিতে। আলোচনায় ছিল কপ-২৬। বিশ্ব জলবায়ু সম্মেলন পুরোপুরি সফল হয়নি। তবে জলবায়ু স্থিতিশীল রাখতে নেওয়া নানা উদ্যোগ যথেষ্ট হতে পারে, যদি ধনী দেশগুলো তাদের প্রতিশ্রুতি রাখে।
জীবাশ্ম জ্বালানি বা কয়লার ব্যবহার থেকে ধীরে ধীরে সরে আসছে বিশ্বের অনেক দেশ। প্রায় ৪৪টি দেশ এখন কয়লার ব্যবহার সম্পূর্ণভাবে বন্ধ করতে প্রতিশ্রুতিবদ্ধ এবং জি-৭ এই খাতে আর অর্থায়ন না করার প্রতিশ্রুতি দিয়েছে। এর পরিবর্তে নবায়নযোগ্য শক্তিতে ঝুঁকছে বিশ্ব।
বছরজুড়ে করোনার চিকিৎসার খবর প্রাধান্য পেলেও, ২০২১ সালে চিকিৎসার অন্যান্য ক্ষেত্রে নানা অগ্রগতি সাধন হয়েছে। অনুমোদন পেয়েছে ম্যালেরিয়ার টিকা। ট্রায়াল শুরু হয়েছে স্তন ক্যানসারের টিকার। ওষুধের পরিবর্তে এইচআইভির টিকা অনুমোদন পেয়েছে, এসেছে মস্তিষ্কের ক্যানসারের ওষুধ।
চলতি বছর মহাকাশযাত্রায় নতুন দিগন্ত ছুঁয়েছেন বিজ্ঞানীরা। বাণিজ্যিকভাবে শুরু হয়েছে মহাকাশভ্রমণ। শুরুটা করেন ব্রিটিশ ধনকুবের স্যার রিচার্ড ব্র্যানসন। ৯০ বছর বয়সে মহাকাশে গিয়ে রেকর্ড গড়েছেন অভিনেতা উইলিয়াম শ্যাটনার। এ বছর সূর্যের আরও কাছে যাওয়াও সম্ভব হয়েছে।
হাজারো কৃষকের আন্দোলনের মুখে বিতর্কিত কৃষি আইন প্রত্যাহার করতে বাধ্য হয়েছে ভারত সরকার। এ ঘটনাকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রধানমন্ত্রিত্বে বড় পরাজয় বলে ধরা হয়। গত ১১ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে শেষ হওয়ার আগে আন্দোলন চলাকালে প্রায় ৭৫০ কৃষকের মৃত্যু হয়।
জাতীয়তাবাদ এবং কর্তৃত্ববাদের উত্থান সত্ত্বেও সামাজিকভাবে আরও প্রগতিশীল হয়েছে বিশ্ব। সর্বশেষ সামাজিক অগ্রগতি সূচক অনুসারে, এক দশক আগের চেয়ে ২০২১ সালে বিশ্বের ১৪৭টি দেশ সামাজিক প্রগতিশীলতায় উন্নতি করেছে। এ ক্ষেত্রে যুক্তরাষ্ট্রসহ পিছিয়েছে মাত্র চারটি দেশ।
বিশ্বের বিভিন্ন অংশে নিপীড়নের মুখোমুখি আদিবাসীরা। তবে পরিস্থিতি পরিবর্তনের লক্ষণও দেখা গেছে। আদিবাসীদের ক্ষতিপূরণ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে অস্ট্রেলিয়া। উন্নত দেশে আদিবাসী রাজনীতিবিদরা উঠে আসছেন প্রধান নেতৃত্বের ভূমিকায়, যা আদিবাসীদের প্রতি দৃষ্টিভঙ্গি বদলেরই ইঙ্গিত।
২০২১ সালে প্রথমবারের মতো এস্তোনিয়া, হন্ডুরাস, সামোয়া, সুইডেন, তানজানিয়া এবং তিউনিসিয়ায় নেতৃত্ব দেওয়ার জন্য বেছে নেওয়া হয়েছে নারী রাজনীতিবিদদের। অগ্রগতির মধ্যে অন্যতম ছিল ব্রিটেনের মুসলিম কাউন্সিলে জারা মোহাম্মদকে প্রথম নারীনেত্রী হিসেবে নির্বাচিত করা।