জাতির পিতার জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ‘নেভাল এনসাইন ১০-স্মৃতিতে অম্লান বঙ্গবন্ধু’ শিরোনামে বাংলাদেশ নৌবাহিনীর সুবর্ণজয়ন্তী উদ্যাপিত হয়েছে। এ উপলক্ষে গতকাল শুক্রবার দেশব্যাপী বর্ণাঢ্য র্যালি, স্বেচ্ছায় রক্তদান, অসহায়দের মাঝে মানবিক সহায়তা দানসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।
সকালে খুলনার বীরশ্রেষ্ঠ শহীদ রুহুল আমিন ও বীর বিক্রম শহীদ মহিবুল্লাহর সমাধিস্থলে গার্ড অব অনার ও পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে ঢাকা, চট্টগ্রাম ও খুলনা নৌ অঞ্চলে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। র্যালিতে বিপুলসংখ্যক নৌসদস্য অংশগ্রহণ করেন। এ সময় ১০ ডিসেম্বর ১৯৭১ এ পরিচালিত নৌ অপারেশন, মহান মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুর স্মৃতিচারণমূলক প্ল্যাকার্ড, ব্যানার, ফেস্টুন প্রদর্শন করা হয়। এ ছাড়া নৌবাহিনীর হাসপাতালসমূহে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির আয়োজন করা হয়। দুপুরে তিন নৌ অঞ্চলের বিভিন্ন এলাকায় দুস্থ, অসহায় এবং অসচ্ছল মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। তা ছাড়া বাদ জুমা সকল নৌঅঞ্চলের মসজিদসমূহে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
এর আগে এ উপলক্ষে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী বিশেষ শুভেচ্ছা বার্তা দেন।
উল্লেখ্য, স্বাধীনতার রক্তাক্ত ও গৌরবোজ্জ্বল ইতিহাসের ধারক এবং বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত ১০ ডিসেম্বর বাংলাদেশ নৌবাহিনীর সঙ্গে জড়িয়ে রয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অম্লান স্মৃতি। ৭১ এর এ দিনেই মহান মুক্তিযুদ্ধে অংশ নেওয়া পর্দা ও পলাশের চরম সাহসিকতা ও অসামান্য বীরত্বের সঙ্গে লড়াই করে শহীদ হন বীরশ্রেষ্ঠ রুহুল আমিন।