হালুয়াঘাটা উপজেলার প্রয়াত সাবেক প্রতিমন্ত্রীর সহধর্মিণী মমতা আরেংকে ‘রত্নগর্ভা মা’ পদক দিয়েছে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির হালুয়াঘাট উপজেলা শাখা। গতকাল শনিবার দুপুরে উপজেলা পরিষদের সভাকক্ষে বিজয়ের সুবর্ণজয়ন্তী উদ্যাপন ও প্রাথমিক শিক্ষার শিখন ঘাটতি পূরণে মতবিনিময় সভায় এ সম্মাননা দেওয়া হয়।
সমিতির সভাপতি বোরহান উদ্দিন আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সাংসদ জুয়েল আরেং। প্রধান আলোচক ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. শফিউল হক। বিশেষ অতিথি ছিলেন ইউএনও মো. রেজাউল করিম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা স্বপন কুমার সূত্রধর, আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা কবিরুল ইসলাম বেগ, মেয়র খায়রুল আলম ভূঞা প্রমুখ।
অনুষ্ঠানে করোনাকালে শিক্ষার শিখন ঘাটতি পূরণে করণীয় বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হয়। সভা শেষে প্রয়াত প্রতিমন্ত্রী প্রমোদ মানকিনের সহধর্মিণী মমতা আরেংকে রত্নগর্ভা মা সম্মাননা স্মারক দেওয়া হয়েছে।