হোম > ছাপা সংস্করণ

মৌলভীবাজারে নৌকা পেলেন ২০ জন

মৌলভীবাজার প্রতিনিধি

মৌলভীবাজার সদর ও রাজনগরের বিশ ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী চূড়ান্ত করেছে কেন্দ্রীয় মনোনয়ন বোর্ড।

গত মঙ্গলবার রাতে কেন্দ্রীয় আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সভার সিদ্ধান্ত অনুযায়ী ২০ জন নৌকার মনোনয়ন পান।

এদিকে দুই উপজেলায় চূড়ান্ত তালিকায় নতুন মুখের ভিড়ে তৃণমূলের পুরোনো ও ত্যাগী নেতারা বাদ পড়ায় রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। সামাজিক যোগাযোগ মাধ্যমসহ সর্বত্র আলোচনার কেন্দ্রবিন্দুতে এ বিষয়।

বিশ ইউনিয়নে মনোনয়ন প্রাপ্তরা হলেন-মৌলভীবাজার সদর উপজেলার আমতৈল ইউপির মো. মখলিছুর রহমান, খলিলপুর ইউপির মো. অলিউর রহমান, মনুমুখ ইউপির এমদাদ হোসেন, কামালপুর ইউপির মো. আব্দুর রহমান, আপার কাগাবলা ইউপির মো. মুজিবুর রহমান, আখাইলকুড়া ইউপির শেখ মো. বদরুজ্জামান চুমু, একাটুনা ইউপির মো. আবু সুফিয়ান, চাঁদনীঘাট ইউপির আখতার উদ্দিন, কনকপুর ইউপির জুবায়ের আহমদ, নাজিরাবাদ ইউপির মো. আশিকুর রহমান, মোস্তফাপুর মো. খসরু আহমেদ ও গিয়াসনগরন ইউপির মো. ছুরুক মিয়া।

রাজনগর উপজেলার ফতেপুর ইউপির মো. বখতিয়ার উদ্দিন, উত্তরভাগ ইউপির মো. সোহেল আলম, মুন্সিবাজার ইউপির ছালেক মিয়া, পাঁচগাও ইউপির মো. সিরাজুল ইসলাম, রাজনগর ইউপির মো. রেজাউল করিম সোহেল, টেংরা ইউপির মোহাম্মদ মাহমুদ উদ্দীন, কামারচাক ইউপির মো. নজমুল হক ও মনসুরনগর ইউপির মিলন বখত।

স্থানীয় আওয়ামী লীগ ও মনোনয়নপ্রত্যাশী সূত্রে জানা যায়, মৌলভীবাজার সদর উপজেলায় ১২ ইউনিয়নে ৪৬ নেতা-কর্মী এবং রাজনগর উপজেলার ৮ ইউপির ৩২ নেতা-কর্মী মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ