আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) ছাত্রলীগের দুই পক্ষ রোববার মুখোমুখি অবস্থান নিয়েছিল। পাল্টাপাল্টি মিছিলে বরিশাল-পটুয়াখালী মহাসড়কে যানজটের সৃষ্টি হয়।
বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন ধরে সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর অনুসারী গ্রুপ সিফাত-রুমান এবং ইমন-জিসান গ্রুপের একচ্ছত্র আধিপত্য ছিল। তবে এখন দলে ভারী হচ্ছে পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীম এমপির অনুসারী রক্তিম-জিহাদ গ্রুপ। সোমবার ববিতে গুচ্ছ পদ্ধতির গ ইউনিটের ভর্তি পরীক্ষা উপলক্ষে রক্তিম-জিহাদ গ্রুপ বসিয়েছে হেল্প ডেস্ক। এদিকে সিটি মেয়রের পক্ষ থেকে বরিশাল বিশ্ববিদ্যালয় টু রূপাতলী ও নথুল্লাবাদ রুটে দেওয়া হয়েছে ফ্রি বাস সার্ভিস। বসানো হয়েছে তথ্য ও সহায়তা সেল।
রক্তিম-জিহাদ গ্রুপের অমিত হাসান রক্তিম বলেন, অনেকেই আমাদের গ্রুপে যোগ দিয়েছেন। তাদের একত্রিত করার জন্য এই কর্মকাণ্ড ও মিছিল।
সিটি মেয়রের অনুসারী ছাত্রলীগ কর্মী শরিফুল ইসলাম নিলয় জানান, ভর্তি পরীক্ষা উপলক্ষে মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ ভাইয়ের পক্ষ থেকে শুভেচ্ছা মিছিল করেছেন।