সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন প্ল্যাটফর্মের মধ্যে তারকারা ইনস্টাগ্রামকেই বেশি প্রাধান্য দেন। শুধু নিজের কাজের প্রচারণা নয়, অন্য প্রতিষ্ঠানের হয়েও ইনস্টাগ্রামে প্রমোশনাল পোস্ট দেন তারকারা। বিনিময়ে নেন বিপুল অর্থ। ইনস্টাগ্রাম রিচ লিস্ট অনুসারে কোন তারকা প্রতি পোস্টের জন্য কী পরিমাণ অর্থ নেন, রইল সে তালিকা।
সেলেনা গোমেজ: সংগীতশিল্পী ও অভিনেত্রী সেলেনা গোমেজের ইনস্টাগ্রামে রয়েছে ৪২৭ মিলিয়ন অনুসারী। ইনস্টাগ্রামে প্রতিটি প্রমোশনাল পোস্টের জন্য ২ দশমিক ৫ মিলিয়ন ডলার নেন সেলেনা।
কাইলি জেনার: ইনস্টাগ্রামে এই জনপ্রিয় মডেলের অনুসারীর সংখ্যা ৩৯৮ মিলিয়ন। প্রসাধনীর ব্যবসাও আছে তাঁর। ইনস্টাগ্রামে প্রতিটি পোস্টের জন্য ২ দশমিক ৩ মিলিয়ন ডলার নেন কাইলি।
ডোয়াইন জনসন: তাঁর ইনস্টাগ্রাম ফলোয়ার ৩৮৮ মিলিয়ন। বেশ কয়েকটি স্বাস্থ্য ও ফিটনেস ব্র্যান্ডের অ্যাম্বাসেডর তিনি। প্রতিটি প্রমোশনাল পোস্টের জন্য দাবি করেন প্রায় ২ দশমিক ৩ মিলিয়ন ডলার।
আরিয়ানা গ্রান্দে: মার্কিন অভিনেত্রী ও পপ গায়িকা আরিয়ানা গ্রান্দেকে ইনস্টাগ্রামে অনুসরণ করেন ৩৭৮ মিলিয়ন মানুষ। প্রতিটি প্রমোশনাল পোস্টের জন্য তিনি নেন ২ দশমিক ২ মিলিয়ন ডলার।
কিম কার্দাশিয়ান: হলিউড মডেল ও অভিনেত্রী কিম কার্দাশিয়ানের ইনস্টাগ্রাম ফলোয়ার প্রায় ৩৬৩ মিলিয়ন। এ মাধ্যমে প্রতি পোস্ট থেকে তিনি আয় করেন ২ দশমিক ১ মিলিয়ন ডলার।
বিয়ন্সে: মার্কিন গ্র্যামিজয়ী পপ তারকা বিয়ন্সের গান সংগীতপ্রেমীদের কাছে বেঁচে থাকার অনুপ্রেরণা হিসেবে কাজ করে। ইনস্টাগ্রামে তাঁর রয়েছে ৩১৫ মিলিয়ন অনুসারী। প্রতি পোস্ট থেকে তিনি আয় করেন ১ দশমিক ৮ মিলিয়ন ডলার।
জাস্টিন বিবার: কানাডিয়ান পপ তারকা জাস্টিন বিবারেরও ইনস্টাগ্রাম ফ্যানবেজ কম নয়। অনুসারীর সংখ্যা ২৯২ মিলিয়ন। প্রতিটি প্রমোশনাল পোস্ট থেকে তাঁর আয় ১ দশমিক ৭ মিলিয়ন ডলার।
প্রিয়াঙ্কা চোপড়া: হলিউডেও এখন জনপ্রিয় তিনি। ইনস্টাগ্রামে নিজের ব্র্যান্ডের পাশাপাশি করেন অন্যান্য প্রতিষ্ঠানেরও প্রচারণা। প্রতি পোস্ট থেকে তাঁর আয় ৫ লাখ ৩২ হাজার ডলার।