প্রতিনিধি, ধামরাই
ধামরাইয়ে সাবিনা আক্তার (৩৫) নামে বাক্প্রতিবন্ধী এক নারী গত চার দিন ধরে নিখোঁজ রয়েছেন। গত শুক্রবার সকালে ধামরাই উপজেলার কুল্লা ইউনিয়নের কেলিয়া গ্রামের আব্দুল কাদের (বাবার) বাড়ি থেকে সাবিনা আক্তার বের হন। এরপর তিনি আর বাড়ি ফেরেননি।
সাবিনা আক্তার উপজেলার কুল্লা ইউনিয়নের দক্ষিণ কেলিয়া গ্রামের আবদুল কাদের মাস্টারের মেয়ে ও একই উপজেলার বান্নল গ্রামের মালু মিয়ার স্ত্রী। সাবিনার নিখোঁজের বিষয়ে তাঁর ভাই নজরুল ইসলাম ধামরাই থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। জিডি নম্বর-৪৬০।