হোম > ছাপা সংস্করণ

জাপা পুনর্গঠনে নেতৃত্ব দিতে চান বিদিশা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

জাতীয় পার্টিতে ভেদাভেদ ও ব্যক্তিস্বার্থে দলীয় স্বার্থ জলাঞ্জলি দেওয়াসহ নানা অপতৎপরতা চলছে বলে দাবি করেছেন জাতীয় পার্টি (জাপা) পুনর্গঠন প্রক্রিয়ার ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিদিশা সিদ্দিক। বিজয়ের ৫০ বছর উদযাপন ও অসাম্প্রদায়িক দেশ গড়ার লক্ষ্যে গতকাল জাতীয় প্রেসক্লাবে জাতীয় ইসলামি মহাজোট আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এমন অভিযোগ তুলে বিদিশা বলেন, ‘আমি মরহুম এরশাদের নীতি-আদর্শের সেই দলকে পুনর্গঠন করতে চাই, যেখানে সকলে ব্যক্তিস্বার্থ ভুলে একযোগে কাজ করবে।’

বিদিশা আরও বলেন, ‘সাবেক রাষ্ট্রপতি এরশাদ আমাদের মাঝে নেই। কিন্তু আমরা শপথ করছি, এই দলকে আমার নেতৃত্বে পুনর্গঠিত করে মরহুম এরশাদের স্বপ্ন বাস্তবায়ন করব।’

আগামী পয়লা জানুয়ারি জাপার প্রতিষ্ঠাবার্ষিকীর প্রসঙ্গ উল্লেখ করে বিদিশা বলেন, ‘আমার জন্য দোয়া করবেন, যেন দেশের উন্নয়নে সরকার ও জনগণের পাশে থাকতে পারি।’ এ সময় ব্যাংককের হাসপাতালে চিকিৎসাধীন রওশন এরশাদের অবস্থা সংকটাপন্ন জানিয়ে তাঁর রোগমুক্তি কামনা করেন বিদিশা।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বীরাঙ্গনাদের দায়িত্ব নিয়েছিলেন উল্লেখ করে বীরাঙ্গনাদের সন্তানদের দায়িত্ব নিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আহ্বান জানান বিদিশা। সরকারের উদ্দেশে তিনি আরও বলেন, ‘বীর মুক্তিযোদ্ধাদের ভাতা ২০ হাজার থেকে ৫০ হাজার টাকা করা হোক। তাঁদের ছেলেদের চাকরির সুব্যবস্থা করা হোক।’

ইসলামি মহাজোটের চেয়ারম্যান মাওলানা আলতাফ হোসেন মোল্লা সভায় সভাপতিত্ব করেন।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ