চুরি হওয়া এক ভরি এক আনা স্বর্ণালংকারসহ মনি আক্তার ওরফে মুন্নিকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ। গত সোমবার সকালে নেত্রকোনার পৌর সদর বাসস্ট্যান্ড এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
মনি আক্তার নেত্রকোনার মদন উপজেলার মাঘান ইউনিয়নের ঘাটুয়া গ্রামের বাসিন্দা।
পুলিশ বলছে, ‘মুন্নি চোর চক্রের একজন সক্রিয় সদস্য। তিনি স্বামীকে নিয়ে ময়মনসিংহ শহরের বিভিন্ন বাসায় ভাড়া থাকতেন। সুযোগ পেলেই বাসা মালিকের টাকা-পয়সা ও স্বর্ণালংকার চুরি করে পালিয়ে যেতেন।’
পুলিশ জানায়, গত জুলাই মাসে ময়মনসিংহের কোতোয়ালি মডেল থানার চরকালীবাড়ি এলাকায় চান মিয়ার বাসা ভাড়া নেন মুন্নি ও তাঁর স্বামী। ১৯ অক্টোবর সন্ধ্যায় বাসা ভাড়া দেওয়ার জন্য মালিক চান মিয়ার ঘরে যান মুন্নি। পরে তাঁর ঘর থেকে দুই ভরি চার আনা স্বর্ণালংকার ও নগদ ২৫ হাজার টাকা নিয়ে পালিয়ে যান। বাসার সিসি ক্যামেরার ফুটেজ পর্যবেক্ষণ করে মুন্নি ও তাঁর স্বামীকে আসামি করে ১২ নভেম্বর কোতোয়ালি মডেল থানায় মামলা করেন চানা মিয়া।
মামলার তদন্তকারী কর্মকর্তা ময়মনসিংহের কোতোয়ালি থানার উপপরিদর্শক মো. আবুল কাশেম বলেন, এ মামলার প্রেক্ষিতে প্রযুক্তির মাধ্যমে গত রোববার নেত্রকোনার পৌর সদরের বাস স্ট্যান্ড এলাকা থেকে মুন্নিকে গ্রেপ্তার করা হয়।