কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের ভাষা-সাহিত্য পরিষদের ২০২১-২২ অধিবেশনের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে সহসভাপতি (ভিপি) পদে স্নাতকোত্তরের শিক্ষার্থী মো. নূর উদ্দিন রাসেল এবং সাধারণ সম্পাদক (জিএস) পদে স্নাতকের (সম্মান) শিক্ষার্থী মাসুদ আলম দায়িত্ব পেয়েছেন। ভোটের মাধ্যমে এই কমিটি গঠনা করা হয়।
গত মঙ্গলবার প্রধান নির্বাচন কমিশনার মো. মোকাদ্দেস-উল-ইসলাম এবং বিভাগীয় ছাত্র উপদেষ্টা মুহাম্মদ রেজাউল ইসলাম ও সহযোগী অধ্যাপক নূর মোহাম্মদ রাজু স্বাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়।