দলীয় চেয়ারম্যান বেগম খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য তাঁকে বিদেশে পাঠানোর দাবিতে গণ-অনশন করছে সুনামগঞ্জ ও মৌলভীবাজার জেলা বিএনপি। গতকাল শনিবার সকাল ৯টা থেকে পৃথক স্থানে এ অনশন কর্মসূচি পালন করা হয়। এর আগে বেগম জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া করা হয়।
সুনামগঞ্জ প্রতিনিধি জানান, বেগম খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য তাঁকে বিদেশে পাঠানোর দাবিতে গণ-অনশন করছে সুনামগঞ্জ জেলা বিএনপি। গতকাল শনিবার সকাল ৯টা থেকে পৌর এলাকার পুরোনো বাসস্ট্যান্ড এলাকায় এই অনশন কর্মসূচি শুরু হয়। এর আগে বেগম জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া করা হয়।
এ সময় বক্তব্য রাখেন, জেলা বিএনপির সভাপতি ও সাবেক সাংসদ কলিম উদ্দিন আহমদ মিলন, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান কামরুল, বিএনপি নেতা নাদের আহমদ, আবুল মনসুর শওকত প্রমুখ।
এ ছাড়া গণ অনশনে অংশগ্রহণ করে জেলা ছাত্রদল, যুবদলসহ বিএনপির অঙ্গসংগঠনের নেতা কর্মীরা। এ সময় বক্তারা বলেন, বেগম জিয়া বর্তমানে শারীরিকভাবে খুবই অসুস্থ। তাঁকে দেশের বাইরে চিকিৎসা দেওয়ার জন্য দাবি জানান বক্তারা।
এদিকে, মৌলভীবাজারে সকাল থেকে পৌর শহরের প্রেসক্লাব মোড়ে জেলা বিএনপির একাংশের নেতারা অনশন কর্মসূচি পালন করেন। অন্য অংশ পৌরসভা সম্মুখে অনশন করেন।
প্রেসক্লাব মোড়ে বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি সাবেক মেয়র ফয়জুল করিম ময়ূন, সদর উপজেলা বিএনপির সভাপতি ও জেলা বিএনপির সহসভাপতি মোয়াজ্জেম হোসেন মাতুক, সহসভাপতি হেলু মিয়া, প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম প্রমুখ।