সিরাজদিখানের কোলা ইউনিয়নে আশ্রয়ণ প্রকল্পসংলগ্ন খালে বাঁধ দিয়ে দখলের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন করেছেন এলাকাবাসী। গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে নন্দনকোনা গ্রামবাসীর আয়োজনে খালের পাড়ে শতাধিক কৃষক ও স্থানীয়রা এ মানববন্ধন করেন।
খাল রক্ষায় মানববন্ধনে অংশ নেওয়া এলাকাবাসী বলেন, নন্দনকোনা মৌজার আরএস ৩২৭ নম্বর দাগের খালের দুই পাশে বাঁধ দিয়ে মাটি ভরাট করে দখলের চেষ্টা করছেন স্থানীয় ইউনুস খানের ছেলে মো. হোসেন। এতে খাল পাড়ের কৃষকেরা জমিতে সেচ দিতে পারছেন না। খালটির পানির ওপর নির্ভর করে অনেক চাষি শত শত একর জমিতে আবাদ করেছেন। এখন খালটি বন্ধ হয়ে গেলে জমিতে সেচ নিয়ে কৃষকদের বিপাকে পড়তে হবে। তাই খালটির বাঁধ অবমুক্ত করার দাবি এলাকাবাসীর।
কোলা ইউপি সদস্য কপাসের হোসেন বলেন, ‘শত বছরের প্রবহমান খালটি ব্যবহার করে আসছে এলাকার অনেক কৃষকেরা। সম্প্রতি স্থানীয় একটি কুচক্রীমহল খালটি দখলের পাঁয়তারা করছে। আমি ফোনে তাদের একাধিকবার নিষেধ করলেও তারা আমার কথা না শুনে খালটি ভরাট করেছে। আমি সংশ্লিষ্ট প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি খালটি যেন পুনরুদ্ধার করা হয়।’
সহকারী কমিশনার (ভূমি) সুবীর কুমার দাশ বলেন, ‘আমি আপনার মাধ্যমে জানতে পারলাম। আমি সংশ্লিষ্ট ইউনিয়ন ভূমি কর্মকর্তাকে জানাচ্ছি, তিনি সরেজমিনে দেখে ব্যবস্থা নেবেন।’