হোম > ছাপা সংস্করণ

জ্বালানি তেলের দাম ৮৫ ডলার ছুঁই ছুঁই

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আরও বেড়েছে। প্রতি ব্যারেল ব্রেন্ট অপরিশোধিত তেলের দাম প্রায় ৮৫ ডলারে পৌঁছে গেছে। গতকাল ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম প্রতি ব্যারেল ৮২ ডলার ৬৭ সেন্টে বিক্রি হয়েছে। আর ব্রেন্ট অপরিশোধিত তেলের দাম উঠেছে ৮৪ ডলার ৮২ সেন্টে। এই দাম গত দুই মাসের মধ্যে সর্বোচ্চ। বিশ্বব্যাপী অর্থনীতি পুনরুদ্ধারের চেষ্টা অব্যাহত থাকায় জ্বালানি তেলের ব্যাপক চাহিদা তৈরি হয়েছে। এর পরিপ্রেক্ষিতে দাম বাড়ছে বলে অনুমান করছেন বিশ্লেষকেরা।

রয়টার্স লিখেছে, গত বছরের শেষ দিকে ওমিক্রনের দাপটে কোভিড শনাক্তে উল্লম্ফন ঘটেছে। এরপরও তেলের দাম ৫০ শতাংশ বেড়েছে। তবে রেকর্ড গড়ে নতুন সংক্রমণের মধ্যে এখন পর্যন্ত অধিকাংশ দেশ কঠোর বিধিনিষেধে যেতে অনাগ্রহী হওয়ায় তেলের চাহিদা কমার সম্ভাবনা নেই। বিশ্লেষকেরা বলছেন, চাহিদা অনুযায়ী তেল সরবরাহের সক্ষমতা না থাকায় এ বছর দাম বেড়ে যেতে পারে।

ফরেক্স কোম্পানি ওয়ান্ডারের জ্যেষ্ঠ বাজার বিশ্লেষক জেফ্রি হ্যালিক বলেন, ‘মনে হচ্ছে চীন অর্থনৈতিক কার্যক্রমের গতি সেভাবে কমাবে না, আসলে ওমিক্রনের দাপট কমে যাচ্ছে। আর ওপেক প্লাসের উৎপাদন বাড়ানোর কোনো সম্ভাবনা নেই। আমি তো প্রথম প্রান্তিকের মধ্যে ব্রেন্ট ক্রুডের দাম ১০০ ডলার না ছাড়ানোর কোনো কারণ দেখছি না।’

আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দামের বিষয়ে আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান মরগান স্ট্যানলি পূর্বাভাস দিয়েছে, এ বছরের তৃতীয় প্রান্তিক নাগাদ ব্রেন্ট ক্রুডের দাম ৯০ ডলার ছাড়িয়ে যাবে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ