পরশুরাম (ফেনী) প্রতিনিধি
ফেনীর পরশুরামের একটি বাজারে এক রাতে পাঁচ দোকানে চুরির ঘটনা ঘটেছে। পৌর এলাকার গুথুমা চৌমুড়ী বাজারে গত সোমবার রাতে এই চুরির ঘটনা ঘটে।
পরশুরাম পৌর এলাকার গুথুমা চৌমুড়ী এলাকার বাসিন্দা ও পরশুরাম পৌরসভার কাউন্সিলর রাসুল আহাম্মদ মজুমদার স্বপন জানান, সোমবার গভীর রাতে গুথুমা চৌমুড়ী বাজারে দোকানের তালা ও শাটার ভেঙে পাঁচটি দোকানে চুরির ঘটনা ঘটেছে। এ সময় নগদ টাকা, মোবাইল ফোন, মূল্যবান জিনিসপত্রসহ লক্ষাধিক টাকার মালামাল চুরি হয়।
পরশুরাম থানার ওসি মু. খালেদ হোসেন জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।