হোম > ছাপা সংস্করণ

৩ সিনেমায় সুইটি

বুঝতে শেখার পর থেকে আইনজীবী হতে চেয়েছেন তানভীন সুইটি। কিন্তু হঠাৎই মডেলিং শুরু করেন। তারপর মঞ্চনাটক হয়ে একসময় নিয়মিত অভিনয় শুরু করেন টেলিভিশনে। প্রায় তিন দশকের অভিনয় ক্যারিয়ার তাঁর। একটা সময় কাজের সংখ্যা কমিয়ে দিয়েছিলেন। তবে ইদানীং আবার বেশ ব্যস্ত হয়ে উঠেছেন। একাধিক নতুন নাটক ও সিনেমায় অভিনয় করছেন সুইটি।

শেখ রাসেলকে নিয়ে নূর এ আলম বানাচ্ছেন সিনেমা ‘রাসেলের জন্য অপেক্ষা’। এতে সুইটি অভিনয় করেছেন রাসেলের শিক্ষিকার চরিত্রে। সুইটি বলেন, ‘সেলিনা হোসেনের উপন্যাস অবলম্বনে তৈরি হচ্ছে সিনেমাটি। চিত্রনাট্য করেছেন আহমেদ ইউসুফ সাবের। শেখ রাসেল ছিল রাজধানীর ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্র। একসময় বাদাম বিক্রেতা দুলালের সঙ্গে তার খুব ভাব হয়। এই গল্প রাসেলের সঙ্গে দুলালের নিঃস্বার্থ বন্ধুত্বের। শুটিং করতে গিয়ে ভীষণ আবেগাপ্লুত হয়ে পড়েছিলাম।’

দেশীয় একটি ওটিটি প্ল্যাটফরমের জন্য তানভীন সুইটি অনম বিশ্বাসের পরিচালনায় ‘দুই দিনের দুনিয়া’ সিনেমাতেও অভিনয় করছেন। সুইটি বলেন, ‘আমি নিয়মিত কাজ করতে চাই না। তবে ভালো কাজের সুযোগ থাকলে মিস করি না। যে চরিত্রগুলো করছি, তার ছাপ যেন বহুদিন থেকে যায়।’

কিছুদিন আগে তিনি ময়ূখ বারীর নির্দেশনায় ‘সাথী’ নামের একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রেও অভিনয় করেছেন। শিগগিরই সুইটি শাহীন-জাফরুল পরিচালিত ‘মাইক’ সিনেমার ডাবিংয়ে অংশ নেবেন। মঞ্চেও নিয়মিত অভিনয় করছেন সুইটি। এরই মধ্যে তিনি রামেন্দু মজুমদারের নির্দেশনায় ‘পোহালে শর্বরী’ নাটকের মঞ্চায়নে অভিনয় করেছেন। সুইটি জানান, আগামী মাসেও এই নাটকের মঞ্চায়ন হবে। এছাড়া বাংলাভিশনে প্রচার চলতি ধারাবাহিক নিমা রহমান পরিচালিত ‘গুলশান অ্যাভিনিউ সিজন টু’তেও অভিনয় করছেন তিনি।

অভিনয়ের পাশাপাশি এখন রাজনীতিতেও যুক্ত তানভীন ‍সুইটি। রাজনীতিতে তাঁর হঠাৎ আসা নয়। পড়াশোনার সময় থেকেই মানুষের পাশে দাঁড়িয়েছেন তিনি। সুইটি বলেন, ‘সবাই ভাবত আমি চুপচাপ একটি মেয়ে। কিন্তু শুটিংয়ে কারও কিছু হলেই বলতাম, এটা খা, সেটা কর, এই ওষুধ খেয়ে রেস্ট নে, এসব কারণেই তারা আমাকে দেখলেই বলত, ওই যে ডাক্তার এসেছে। একইভাবে পড়ার সময়ও সহপাঠীদের পাশে দাঁড়াতাম। খুব সচেতন ছিলাম। আসলে দেশের সেবার জন্য সবারই এগিয়ে আসা উচিত। আমার জায়গা থেকে আমি এগিয়ে এসেছি।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ