ফরিদপুরে ২০২১-২২ অর্থবছরে খরিপ-২ মৌসুমে মাষকলাই উৎপাদনের জন্য ক্ষুদ্র ও প্রান্তিক ৩১০ জন কৃষকের মাঝে বিনা মূল্যে কৃষি পুনর্বাসন কর্মসূচির মাস কালাই বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
গতকাল বুধবার দুপুরে ফরিদপুর সদর উপজেলা পরিষদের হলরুমে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বীজ ও সার বিতরণ করেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুর রাজ্জাক মোল্লা।
ফরিদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদুল আলম এর সভাপতিত্বে অনুষ্ঠিত বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সদর উপজেলা কৃষি অফিসার মো. আবুল হোসেন মিয়া, ভাইস চেয়ারম্যান সরোয়ার হোসেন সন্টু প্রমুখ।
ফরিদপুর সদর উপজেলা কৃষি অফিসার মো. আবুল হোসেন মিয়া জানান, চলতি মৌসুমে সদর উপজেলার আলিয়াবাদ, নর্থ চ্যানেল, ডিক্রিরচর ও চরমাধবদিয়া ইউনিয়নের ক্ষুদ্র ও প্রান্তিক ৩১০ জন কৃষকের মাঝে বিনা মূল্যে কৃষি পুনর্বাসন কর্মসূচির মাস কালাই বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়। প্রত্যেক কৃষককে মাস কালাই বীজ ৫ কেজি, ডিএপি সার ১০ কেজি ও এমওপি সার ৫ কেজি করে দেওয়া হয়েছে।