হোম > ছাপা সংস্করণ

গাছ লাগানোর ফজিলত

ড. মো. শাহজাহান কবীর

পরিবেশ সতেজ ও ভারসাম্যপূর্ণ রাখতে গাছ লাগানোর বিকল্প নেই। ইসলাম গাছের পরিচর্যায় বিশেষভাবে উৎসাহ দেয়। সবুজ গাছগাছালি ও বনের মাধ্যমে আল্লাহ তাআলা পৃথিবীকে সুশোভিত ও সৌন্দর্যমণ্ডিত করেছেন। মহানবী (সা.) গাছ লাগানোর গুরুত্ব অনুধাবন করে নিজ হাতে গাছ লাগিয়েছেন, সাহাবায়ে কেরামকে গাছ লাগাতে ও বাগান করতে উদ্বুদ্ধ করেছেন। তিনি বলেছেন, ‘মানুষ, পাখি বা পশু যখন তাদের আহার্য গ্রহণ করে, তখন তা তার রোপণকারীর পক্ষে একটি সদকা হিসেবে পরিগণিত হয়।’ (বুখারি ও মুসলিম)

অন্য হাদিসে তিনি এরশাদ করেন, ‘যে ব্যক্তি কোনো গাছ লাগায়, আল্লাহ তাআলা বিনিময়ে তাকে ওই বৃক্ষের ফলের সমপরিমাণ প্রতিদান দান করেন।’ হজরত আবদুল্লাহ ইবনে ওমর (রা.) থেকে বর্ণিত হয়েছে, মক্কা-মদিনার মাঝে অবস্থিত একটি গাছের কাছে যখন তিনি আসতেন, তখন তার নিচে শুয়ে বিশ্রাম করতেন। তিনি বলতেন রাসুলুল্লাহ (সা.) এমন করতেন।

মহানবী (সা.) সৈন্যদের প্রতিপক্ষের কোনো গাছপালা বা শস্যক্ষেত্র ধ্বংস না করতে নির্দেশ দিতেন। মহানবী (সা.) বলতেন, ‘তোমরা কোনো বৃক্ষ উৎপাটন করবে না। গাছ মহান আল্লাহর অমূল্য নেয়ামত। এটি ধ্বংস করলে পৃথিবীর অন্যান্য প্রাণীর মতো মানুষও বিলুপ্ত হয়ে যেতে পারে।’

তাই আমাদের বেশি করে গাছ লাগাতে হবে, গাছের পরিচর্যা করতে হবে এবং অকারণে বৃক্ষনিধন বন্ধ করতে হবে। প্রয়োজনে একটি পরিপক্ব গাছ কাটার আগে অন্তত তিনটি চারা গাছ লাগাতে হবে। গাছের প্রতিটি পাতা মহান আল্লাহর জিকির করে। সে জিকিরের সওয়াব গাছ রোপণকারীর আমলনামায় যোগ হয়।

লেখক: বিভাগীয় প্রধান, ইসলামিক স্টাডিজ, ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ