প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক-২০২০ নিয়োগে শূন্য পদের বিপরীতে ৫৮ হাজার শিক্ষক নেওয়ার দাবিতে বরিশালে মানববন্ধন করেছেন চাকরিপ্রত্যাশীরা। সদর রোডে গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে এ কর্মসূচি পালন হয়। এরপর তাঁরা বিক্ষোভ মিছিল নিয়ে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দেন।
কর্মসূচিতে সংহতি জানিয়ে বক্তব্য দেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) জেলা সদস্যসচিব মনীষা চক্রবর্তী। আরও বক্তব্য দেন চাকরিপ্রত্যাশী আরিফ মাহমুদ, রুবেল, ফয়সাল, সুমন দাস, নন্দ দুলাল দাস প্রমুখ।
বক্তারা বলেন, দেশের যুবসমাজ আজ চাকরি পাচ্ছে না। বলা হচ্ছে, ৫৮ হাজারের পরিবর্তে ৩২ হাজার ৬৫৭ জনকে কোটায় নিয়োগ দেওয়া হবে। ফলে অনেককেই চাকরি না পেয়ে বেকার থাকতে হবে।