হোম > ছাপা সংস্করণ

১৯ দিন পর জামিন পেলেন ২৪ নেতা-কর্মী

সখীপুর প্রতিনিধি

পুলিশের দায়ের করা মামলায় ১৯ দিন কারাভোগের পর জামিন পেয়েছেন সখীপুরে উপজেলার কৃষক শ্রমিক জনতা লীগের ২৪ নেতা-কর্মী। গত সোমবার টাঙ্গাইল আদালত তাঁদের জামিন মঞ্জুর করেন। এ ছাড়া একই মামলায় জেলা কৃষক শ্রমিক জনতা লীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা আবদুল হালিম সরকার লালকে জামিন না দিয়ে পুনরায় কারাগারে পাঠানো হয়েছে।

উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের সিনিয়র সদস্য আলমগীর সিদ্দিকী আজকের পত্রিকাকে জানান, ২০১৮ সালের ডিসেম্বরে জাতীয় সংসদ নির্বাচনের সময় পুলিশের দায়ের করা মামলায় কৃষক শ্রমিক জনতা লীগের ২৫ নেতা-কর্মীকে গত ১৩ জানুয়ারি বৃহস্পতিবার সকালে আদালতে আত্মসমর্পণ করতে যান। আদালত তাঁদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পরে সোমবার ২৪ নেতা-কর্মীকে জামিন দেন আদালত।

এ বিষয়ে জেলা কৃষক শ্রমিক জনতা লীগের সাধারণ সম্পাদক এটিএম সালেক হিটলু বলেন, দলীয় ২৫ নেতা-কর্মীর মধ্যে জেলা কৃষক শ্রমিক জনতা লীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা আদুল হালিম সরকারকে ছাড়া ২৪ জনকে জামিন দিয়েছেন আদালত। এটা খুবই দুঃখজনক যে তিনি শুধু দলীয় নেতা নয় একজন বীর মুক্তিযোদ্ধা।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ