সংগীতশিল্পী হিসেবে তরুণ প্রজন্মের অনেকের কাছেই পরিচিত আর জনপ্রিয় জেফার রহমান। সম্প্রতি তিনি নাম লিখিয়েছেন অভিনয়ে। নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর ওয়েব সিনেমা ‘লাস্ট ডিফেন্ডার অব মনোগামী’ দিয়ে অভিনয়ে অভিষেক হতে যাচ্ছে জেফারের। এতে তাঁর সঙ্গে দেখা যাবে জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরীকে। সম্প্রতি প্রকাশ পেয়েছে তাঁদের লুক। প্রথম লুকেই চমকে দিয়েছেন জেফার। সব সময় ওয়েস্টার্ন লুকে দেখা জেফারকে দেখা গেছে শাড়ি পরা সাদাসিধে লুকে। কক্সবাজারে শুটিং শেষে এবার ঢাকায় চলছে মনোগামী সিনেমার শুটিং।
নিজের নতুন গান প্রসঙ্গে জেফার বলেন, ‘ঝুমকা রিলিজের পর দর্শকের প্রত্যাশা বেড়েছে। তাই কিছুটা সময় নিচ্ছি। বুঝেশুনে এমন গান করার চেষ্টা করছি, যেন দর্শকের প্রত্যাশা পূরণ করতে পারি।’
ওটিটি প্ল্যাটফর্ম চরকির ‘মিনিস্ট্রি অব লাভ’ নামের প্রজেক্টে ১২টি ভালোবাসার গল্প নিয়ে ১২টি চরকি অরিজিনাল ফিল্ম বানাচ্ছেন ১২ জন নির্মাতা। প্রজেক্টের সার্বিক তত্ত্বাবধানে থাকছেন মোস্তফা সরয়ার ফারুকী। ‘মনোগামী’ সেই ১২ সিনেমার একটি।