ময়মনসিংহে ক্যানসার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোকে পক্ষাঘাত, জন্মগত হৃদ্রোগ ও থ্যালাসেমিয়ায় আক্রান্ত ৪০০ রোগীর মাঝে ২ কোটি টাকার চেক বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে এই অর্থ বিতরণ করা হয়।
জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক আবু আবদুল্লাহ মো. ওয়ালী উল্লাহর সভাপতিত্বে চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. জাহাঙ্গীর আলম।
জেলা প্রশাসক বলেন, ‘প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগ সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় সমাজসেবা অধিদপ্তর এই কর্মসূচি বাস্তবায়ন করছে। সমাজের অসহায় মানুষের পাশে সরকার রয়েছে এবং উন্নয়নমূলক কর্মসূচি বাস্তবায়ন করছে। ২০৪১ সালের মধ্যে উন্নত বাংলাদেশ প্রতিষ্ঠার রূপকল্প বাস্তবায়নে আমরা দৃঢ় সংকল্পবদ্ধ।’
উল্লেখ্য, সমাজকল্যাণ মন্ত্রণালয় সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে অসহায় ক্যানসার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোকে পক্ষাঘাতগ্রস্ত, জন্মগত হৃদ্রোগ ও থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত গরিব রোগীদের এককালীন ৫০ হাজার টাকা আর্থিক সহায়তা দেয়। কর্মসূচিটি ২০১৩-১৪ অর্থবছর থেকে দেশব্যাপী শুরু হয়।
২০১৫-১৬ অর্থবছর থেকে ময়মনসিংহ জেলায় এ পর্যন্ত দুই হাজার ৬৭৩ জন ক্যানসার, কিডনিসহ দুরারোগ্য রোগে আক্রান্ত রোগীর মাঝে ১৩ কোটি ৩৬ লাখ ৫০ হাজার টাকার চেক বিতরণ করা হয়েছে।