এনডিটিভি
১৭৯৯ সালে এক অভ্যুত্থানের সময় নেপোলিয়ন বোনাপার্টের ব্যবহার করা একটি তলোয়ার এবং অন্যান্য ৫টি আগ্নেয়াস্ত্র নিলামে বিক্রি হয়েছে। ৩ ডিসেম্বর অনলাইনে নিলামের আয়োজন করে নিলামকারী প্রতিষ্ঠান রক আইসল্যান্ড নিলাম কোম্পানি (আরআই)। এতে এক ব্যক্তি ২৮ লাখ ডলার দিয়ে নেপোলিয়নের তলোয়ার ও পিস্তল কিনে নেন। গত মঙ্গলবার আরআই সংবাদ সংস্থা এএফপিকে জানিয়েছে, তাঁরা ১৫-৩৫ লাখ ডলারে বিক্রির আশা করেছিলেন। কিনে নেওয়া ব্যক্তির পরিচয় প্রকাশ করা হয়নি।