হোম > ছাপা সংস্করণ

১৬ মাসের শিশু হত্যার অভিযোগে মা আটক

সুবর্ণচর (নোয়াখালী) প্রতিনিধি

নোয়াখালীর সুবর্ণচরে মাহিদুল ইসলাম সিয়াম নামের ১৬ মাসের এক শিশুকে হত্যার অভিযোগে তার মাকে আটক করা হয়েছে। শিশুটির মা ছামনা খাতুন মানসিকভাবে অসুস্থ বলে তাঁর স্বজনেরা জানিয়েছেন।

গতকাল বুধবার দুপুরে উপজেলার চরজুবিলী ইউনিয়নের উত্তর কচ্ছপিয়া গ্রামের ৮ নম্বর ওয়ার্ডের আবদুল ওহাবের বাড়ি থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়।

মৃত শিশুটির দাদা আবদুল ওহাব জানান, তাঁর ছেলে মোক্তার হোসেনের স্ত্রী ছামনা খাতুন সকাল ১০টার দিকে শিশু মাহিদুল ইসলাম সিয়ামকে (১৬ মাস) বসতঘরে তাঁর নিজ কক্ষে দরজা বন্ধ করে দুধ খাওয়াচ্ছিলেন। কিছুক্ষণ পর তাঁর (ছেলের বউ) কক্ষে শব্দ শুনতে পেয়ে দরজা খোলার জন্য ছামনাকে ডাকাডাকি করেন। কোনো সাড়া না পেয়ে দরজা ভেঙে কক্ষে ঢুকে শিশু ও তার মাকে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখেন। দ্রুত তাঁদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক শিশু মাহিদুলকে মৃত ঘোষণা করেন। জ্ঞান ফিরে এলে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য ছামনাকে থানায় নিয়ে যায়।

আবদুল ওহাব আরও জানান, ছামনা দীর্ঘদিন ধরে মানসিক সমস্যা নিয়ে এলোমেলো কথাবার্তা বলছিলেন। ধারণা করা হচ্ছে, তাঁর সঙ্গে জিনের আছর পড়েছে। চিকিৎসা করেও সুস্থ করা যায়নি।

জানতে চাইলে সুবর্ণচর স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ডা. আবদুর রহমান বলেন, অজ্ঞান অবস্থায় ছামনাকে হাসপাতালে নিয়ে আসা হয়। মানসিক সমস্যা আছে কিনা চিকিৎসা শেষে বলা যাবে।

চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক জানান, উপজেলার চরজুবিলী ইউনিয়ন থেকে মাহিদুল ইসলাম নামের ১৬ মাসের এক শিশুর লাশ উদ্ধার করে লাশ ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ওসি আরও জানান, শিশুটির মুখমণ্ডলে কিছু আঁচড়ের চিহ্ন রয়েছে। পরিবার জিনের হামলা বললেও তদন্তসাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় শিশুটির মা ছামনাকে আটক করা হয়েছে। শিশুটির বাবা মোক্তার হোসেন ঢাকায় রাজমিস্ত্রির কাজ করেন।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ