হোম > ছাপা সংস্করণ

আচরণবিধি লঙ্ঘন করে মিছিল

ব্রাহ্মণপাড়া প্রতিনিধি

ব্রাহ্মণপাড়ার চান্দলা ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে প্রতীক বরাদ্দের আগেই আচরণবিধি লঙ্ঘন করে মিছিল বের করার অভিযোগ উঠেছে এক স্বতন্ত্র প্রার্থীর বিরুদ্ধে। গত শুক্রবার বিকেলে চান্দলা বাজার ও এর আশপাশের এলাকায় সমর্থকদের নিয়ে মিছিল বের করেন তিনি।

চেয়ারম্যান পদপ্রার্থী ওই ব্যক্তির নাম মো. সালাউদ্দিন ভূঁইয়া। অভিযোগের বিষয়ে তিনি বলেন, ‘আমি এ বছর ইউনিয়ন পরিষদের স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করব। ইতিমধ্যে উপজেলা নির্বাচন কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছি। গত শুক্রবার বিকেলে আমার সমর্থিত লোকজন চান্দলা বাজারে একটি মিছিল বের করেছে বলে আমি শুনেছি। তবে আমি ওই মিছিলে ছিলাম না।’

গত ১০ নভেম্বর চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের তফসিল অনুযায়ী, ব্রাহ্মণপাড়া উপজেলার ৮টি ইউপিতে মনোনয়নপত্র সংগ্রহ ও জমাদান ১৫ নভেম্বর থেকে ২৫ নভেম্বর। যাচাই-বাছাইয়ের তারিখ ২৯ নভেম্বর। আপিলের তারিখ ৩০ নভেম্বর থেকে ২ ডিসেম্বর। আপিল নিষ্পত্তি ৩ থেকে ৫ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ৬ ডিসেম্বর ও প্রতীক বরাদ্দ ৭ ডিসেম্বর। এসব ইউপিতে আগামী ২৩ ডিসেম্বর ভোটগ্রহণ করা হবে।

উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. বুলবুল আহমেদ বলেন, ‘প্রতীক পাওয়ার আগে কোনো প্রার্থী মিছিল করতে পারবেন না। ওই চেয়ারম্যান প্রার্থী ভুল করেছেন। তবে প্রার্থীরা ভোটারদের সঙ্গে কুশল বিনিময় ও ভোট চাইতে পারবেন।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ