ব্রাহ্মণপাড়ার চান্দলা ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে প্রতীক বরাদ্দের আগেই আচরণবিধি লঙ্ঘন করে মিছিল বের করার অভিযোগ উঠেছে এক স্বতন্ত্র প্রার্থীর বিরুদ্ধে। গত শুক্রবার বিকেলে চান্দলা বাজার ও এর আশপাশের এলাকায় সমর্থকদের নিয়ে মিছিল বের করেন তিনি।
চেয়ারম্যান পদপ্রার্থী ওই ব্যক্তির নাম মো. সালাউদ্দিন ভূঁইয়া। অভিযোগের বিষয়ে তিনি বলেন, ‘আমি এ বছর ইউনিয়ন পরিষদের স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করব। ইতিমধ্যে উপজেলা নির্বাচন কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছি। গত শুক্রবার বিকেলে আমার সমর্থিত লোকজন চান্দলা বাজারে একটি মিছিল বের করেছে বলে আমি শুনেছি। তবে আমি ওই মিছিলে ছিলাম না।’
গত ১০ নভেম্বর চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের তফসিল অনুযায়ী, ব্রাহ্মণপাড়া উপজেলার ৮টি ইউপিতে মনোনয়নপত্র সংগ্রহ ও জমাদান ১৫ নভেম্বর থেকে ২৫ নভেম্বর। যাচাই-বাছাইয়ের তারিখ ২৯ নভেম্বর। আপিলের তারিখ ৩০ নভেম্বর থেকে ২ ডিসেম্বর। আপিল নিষ্পত্তি ৩ থেকে ৫ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ৬ ডিসেম্বর ও প্রতীক বরাদ্দ ৭ ডিসেম্বর। এসব ইউপিতে আগামী ২৩ ডিসেম্বর ভোটগ্রহণ করা হবে।
উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. বুলবুল আহমেদ বলেন, ‘প্রতীক পাওয়ার আগে কোনো প্রার্থী মিছিল করতে পারবেন না। ওই চেয়ারম্যান প্রার্থী ভুল করেছেন। তবে প্রার্থীরা ভোটারদের সঙ্গে কুশল বিনিময় ও ভোট চাইতে পারবেন।’