স্কুল বন্ধ বলে সারা দিন ঘরে বসে থাকলে চলবে? শরীর যে মুটিয়ে যাবে। মানসিকভাবে হতাশায় ভুগবে। কোনো কিছু করতে ভালো লাগবে না। তাই তো মাঝে মাঝে খেলাধুলা করতে হবে। আর খেলাধুলা করলে তোমার শরীর ভালো থাকবে। সেই সঙ্গে মনও থাকবে চনমনে। বিকেলে বাড়ির ছাদে প্রতিবেশী বন্ধুদের সঙ্গে একটি খেলা খেলতে পারো। খেলাটির নাম মোরগ লড়াই। এটি খেলার জন্য পাঁচ-ছয়জন বা তার বেশি বন্ধু নিতে পারো। একজনকে রেফারির দায়িত্ব দেবে। তারপর খেলা শুরু করবে।
প্রথমে সবাই গোল হয়ে এক পায়ে দাঁড়াবে। অন্য পা ভাঁজ করে, দুই হাত দিয়ে পেছনের দিকে ধরে রাখবে। এমনভাবে ধরবে যেন পড়ে না যাও। রেফারি যখন বাঁশিতে ফুঁ দেবে, তখন তোমরা যারা গোল হয়ে এক পায়ে দাঁড়িয়ে আছ, তারা ভাঁজ করা পা দিয়ে একে অপরকে আঘাত করবে।
তবে জোরে আঘাত করা যাবে না। খেলতে খেলতে যদি কেউ পড়ে যায়, তাহলে সে বাতিল বলে গণ্য হবে। শেষ পর্যন্ত যে টিকে থাকবে, সে-ই হবে বিজয়ী। এই খেলা স্কুল খুললে বন্ধুদের সঙ্গেও খেলতে পারবে।