হোম > ছাপা সংস্করণ

কৃত্রিম পা ও অর্থ পেলেন সেই কামাল উদ্দিন

নান্দাইল প্রতিনিধি

নান্দাইলের খারুয়া ইউনিয়নের নাগপুর গ্রামের বাসিন্দা শারীরিকভাবে পঙ্গু কামাল উদ্দিন (৩০)। মা, স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে নিয়ে সংসার। ২০০১ সালে সড়ক দুর্ঘটনায় গাড়ির চাপায় একটি পা বিচ্ছিন্ন হয়ে যায়। তখন থেকেই ক্রাচে ভর করে চলাফেরা করেন। অসহায় কামাল উদ্দিনের পাশে দাঁড়িয়েছেন কয়েজন। তাঁরা কৃত্রিম পা ও নগদ অর্থ দিয়েছেন তাঁকে।

কামাল উদ্দিনকে নিয়ে গত ৪ জানুয়ারি ‘এক পায়ে জীবনযুদ্ধ কামাল উদ্দিনের’ শিরোনামে আজকের পত্রিকাসহ বিভিন্ন গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়। বিষয়টি এ কে এম সাইদুল করিমের নজরে আসে। পরে তিনি ও তাঁর ৫ বন্ধু মো. তারেক আলম, এম এস রহমান ফটিক, এম শফিকুর রহমান, এম আর চৌধুরী, শামুজ্জামান মিলে কামালের জন্য কৃত্রিম পায়ের ব্যবস্থা করেন। এক লাখ টাকা ব্যয়ে ঢাকার একটি হাসপাতালে তাঁর কৃত্রিম পা সংযোজন করা হয়।

এ ছাড়া গত ২১ ফেব্রুয়ারি এ কে এম সাইদুল করিম খারুয়ার নাগপুর গ্রামে গিয়ে কামাল উদ্দিনকে নগদ ৫১ হাজার টাকার চেক দেন। এ সময় উপস্থিত ছিলেন খারুয়া ইউপির চেয়ারম্যান কামরুল হাসনাত ভূঁইয়া মিন্টু, সাংবাদিক আমিনুল হক বুলবুল প্রমুখ।

কামালের স্ত্রী শিখা আক্তার বলেন, ‘আমার স্বামীর একটা পাও আছিননা। আমনেরা লাগাইয়া দিছুইন। অহন ৫১ হাজার টেহা দিছুইন। আমনেরার লাইগ্যা দোয়া করি। আমনেরা খুব ভালা থাহেন।’

কামাল উদ্দিন বলেন, ‘২০ বছর আগে পা হারিয়ে ছিলাম। এক পায়ে দীর্ঘদিন হেঁটে দিন পার করেছি। এখন দু পায়ে হাঁটতে পেরে আমি আনন্দিত। যাঁরা আমাকে সহযোগিতা করেছেন, তাঁদের প্রতি কৃতজ্ঞ।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ