জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় আটটি ইউনিয়ন পরিষদ (ইউপি) আছে। এর মধ্যে ৫ জানুয়ারি পাঁচ ইউপিতে নির্বাচন হবে। সীমানা জটিলতার কারণে বালিঘাটা, কুসুম্বা ও আওলাই - এই তিন ইউপিতে নির্বাচন হবে না।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, বাগজানা, আটাপুর, মোহাম্মদপুর, আয়মারসুলপুর ও ধরঞ্জী এই পাঁচ ইউপিতে ভোটার সংখ্যা ১ লাখ ৫ হাজার ১৮৮। গত সোমবার থেকে ৭ ডিসেম্বর বিকেল ৫টা পর্যন্ত উল্লিখিত ইউনিয়নের চেয়ারম্যান, সংরক্ষিত আসনের সদস্য ও সাধারণ সদস্য পদে নির্বাচনে ইচ্ছুক প্রার্থীদের মনোনয়নপত্র গ্রহণ করা হবে।
এর মধ্যে বাগজানা, আটাপুর ও মোহাম্মদপুর ইউপি প্রার্থীদের উপজেলা নির্বাচন কার্যালয় এবং আয়মারসুলপুর ও ধরঞ্জীর প্রার্থীদের সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার অফিসে মনোনয়নপত্র গ্রহণ করা হবে। প্রার্থীদের মনোনয়নপত্র বাছাই ৯ ডিসেম্বর। আর প্রার্থিতা প্রত্যাহার করা যাবে ১৫ ডিসেম্বর।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরমান হোসেন বলেন, পঞ্চম ধাপের ইউপি নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে। আটাপুর ইউপিতে নির্বাচন ইভিএম পদ্ধতির মাধ্যমে হবে বলেও জানান তিনি।