সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
নীলফামারীর সৈয়দপুরে বোতলাগাড়ী ইউনিয়নে জাহাঙ্গীর আলম (৪৫) নামে এক চেয়ারম্যান প্রার্থীর বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। তিনি ইসলামী আন্দোলনের হাতপাখা প্রতীক নিয়ে নির্বাচন করছেন। এ ছাড়া এলাকায় আরও দুজনের বাড়িতে আগুন দেওয়া হয়েছে। এতে ১৪টি ঘরের আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে। ঘটনাটি ঘটে গত শনিবার রাত একটার দিকে উপজেলার ওই ইউনিয়নের কাছারিপাড়া এলাকায়।
সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসানাত খান আজকের পত্রিকাকে বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। সুষ্ঠু তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।