বাসাইল-ভাতকুড়া সড়কের লাঙ্গুলিয়া নদীর ওপর নির্মিত সেতুর উদ্বোধন করা হয়েছে। টাঙ্গাইলের সড়ক ও জনপথ বিভাগের (সওজ) উদ্যোগে নির্মিত এ সেতুর উদ্বোধন করেন স্থানীয় সাংসদ জোয়াহেরুল ইসলাম। তিনি গতকাল বৃহস্পতিবার সকাল ১১টার দিকে এই সেতুর ফলক উন্মোচন করেন।
এ সময় উপস্থিত ছিলেন সওজের জেলা নির্বাহী প্রকৌশলী মো. ওলিউর রহমান, উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী অলিদ ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) নাহিয়ান নূরেন, কাশিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মির্জা রাজিক, উপজেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সোহানুর রহমান সোহেলসহ স্থানীয় আওয়ামী লীগ নেতারা।
সরেজমিনে গিয়ে জানা যায়, প্রায় দেড় বছর আগে লাঙ্গুলিয়া সেতুটি ভেঙে পড়ে। এতে বাসাইল ও সখীপুর উপজেলার সঙ্গে জেলা সদরের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। পরে কর্তৃপক্ষ যোগাযোগের বিকল্প হিসেবে একটি বেইলি সেতু নির্মাণ করে অস্থায়ী যোগাযোগের ব্যবস্থা করেন। এত দিন এই বেইলি সেতুর ওপর দিয়েই ঝুঁকি নিয়ে চলাচল করত যানবাহন।
জনগুরুত্বের দিক বিবেচনা করে জরুরি ভিত্তিতে এখানে একটি স্থায়ী সেতু নির্মাণের পদক্ষেপ নেন কর্তৃপক্ষ। কাজ শুরু করার দেড় বছরের মধ্যেই সেতুটির নির্মাণকাজ শেষ করে ঠিকাদারি প্রতিষ্ঠান। দ্রুত সময়ে এ সেতুটি নির্মাণের ফলে বাসাইল ও সখীপুরের লাখো মানুষের যাতায়াতে দুর্ভোগ লাঘব হলো।
নির্বাহী প্রকৌশলী মো. ওলিউর রহমান বলেন, ‘প্রায় ৬৯ মিটার দীর্ঘ লাঙ্গুলিয়া সেতু নির্মাণে ব্যয় হয় ৮ কোটি ৪৫ লাখ ৮২ হাজার টাকা। দ্রুত সময়ে সেতুটির নির্মাণকাজ শেষ করে যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত করে দিতে পারায় আমরা খুশি।’