টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
কক্সবাজারের টেকনাফ থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার সকালে টেকনাফ পৌরসভার নাইট্যংপাড়া হেচ্ছারখাল সেতুর নিচ থেকে ওই নবজাতকের মৃতদেহ উদ্ধার করা হয়।
এ ব্যাপারে টেকনাফ মডেল থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল আলীম বলেন, সকালে পৌরসভার নাইট্যংপাড়া এলাকার প্রধান সড়কের পাশে হেচ্ছারখাল সেতুর নিচে ওই নবজাতকের মরদেহ দেখে স্থানীয় বাসিন্দারা থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই নবজাতকের মৃতদেহ উদ্ধার করে নিয়ে আসে। এ বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।