নাটোরের লালপুরে গাছে পোস্টার ঝোলানোর সময় পড়ে গিয়ে এক কিশোরের মৃত্যু হয়েছে। গত বুধবার বিকেলে দুয়ারিয়া ইউনিয়নের টিটিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত কিশোরের নাম মো. শাকিল হোসেন (১৭)। সে ওই গ্রামের মো. বাবুল আক্তারের একমাত্র ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ওই দিন টিটিয়া গ্রামে ৫ নম্বর ওয়ার্ড সদস্য প্রার্থী ওসমান গনির ফুটবল প্রতীকের পোস্টার ঝোলানোর জন্য একটি গাছে ওঠে শাকিল। হঠাৎ গাছ থেকে পড়ে গিয়ে মাথার পেছনে আঘাত পায় এবং জ্ঞান হারিয়ে ফেলে। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ডাক্তার প্রাথমিক চিকিৎসা দেন। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য পাবনা সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
লালপুর থানার ওসি মো. ফজলুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শাকিল হোসেন গাছ থেকে পড়ে গিয়ে মাথার পেছনে আঘাত পায়। সম্ভবত মাথার পেছনের রগ ছিঁড়ে যাওয়ায় তার মৃত্যু হয়। এ ব্যাপারে পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় রাতে তার মরদেহ দাফন সম্পন্ন হয়।