ঝালকাঠির রাজাপুরে ড. এমএ হান্নান ফিরোজ স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা হয়েছে। এতে বড়ইয়া একাদশ চ্যাম্পিয়ন হয়েছে। গতকাল বৃহস্পতিবার ফাইনাল খেলায় বড়ইয়া একাদশ টাইব্রেকারে ৫-৪ গোলে রূপাতলীর মোস্তফা ফুটবল একাডেমি হারিয়ে চ্যাম্পিয়ন হয়।
খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্টামফোর্ড ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ড সদস্য ও ডিপিডিসি সাবেক নির্বাহী প্রকৌশলী ইঞ্জিনিয়ার এসএম ইলিয়াস মিরণ। রাজাপুর ইউএনও মোক্তার হোসেনের সভাপতিত্বে বড়ইয়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ ও রাজাপুর উপজেলা চেয়ারম্যান মনিরউজ্জামান মনিরের সার্বিক ব্যবস্থাপনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আফরোজা আক্তার লাইজু প্রমুখ।