তারাগঞ্জের ইকরচালী ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ৩ নম্বর ওয়ার্ডের সাধারণ সদস্য প্রার্থী মিলন মিয়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্র গেছে, নির্বাচনের জন্য মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ছিল ১১ নভেম্বর। এ দিন মিলনের একমাত্র প্রতিদ্বন্দ্বী ফরহাদ হোসেন তাঁর মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন।
নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার দায়িত্বে থাকা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আলতাফ হোসেন বলেন, ‘ইকরচালী ইউনিয়নের ওই ওয়ার্ডে মিলন মিয়াসহ দুজন মনোনয়নপত্র দাখিল করেছিলেন। ১১ নভেম্বর মিলন মিয়ার প্রতিদ্বন্দ্বী ফরহাদ হোসেন মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন। ফলে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় ইউপি সদস্য হিসেবে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।’
মিলন দীর্ঘ ১৫ বছর ধরে ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্যের দায়িত্ব পালন করছেন। এবারও তিনি পদপ্রার্থী হয়েছেন। তিনি উপজেলা আওয়ামী লীগের শ্রমবিষয়ক সম্পাদক।
মিলন বলেন, ‘একটানা ১৫ বছর ধরে ইউপি সদস্যের দায়িত্ব নিষ্ঠা ও সততার সঙ্গে পালন করে আসছি। সামর্থ্য অনুযায়ী এলাকার উন্নয়ন করেছি। মানুষের ভালোবাসায় আমি সিক্ত। এবারও সততার সঙ্গে দায়িত্ব পালন করার চেষ্টা করব। বিপদ আপদে মানুষের পাশে দাঁড়াব।’
আগামী ২৮ নভেম্বরের নির্বাচন উপলক্ষে গত ১২ নভেম্বর প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।