হোম > ছাপা সংস্করণ

ঈশ্বরদীতে আ.লীগ প্রার্থীর নির্বাচনী অফিসে আগুন

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি

পাবনার ঈশ্বরদীতে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগ দলীয় প্রার্থীর নির্বাচনী কার্যালয়ে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। গত রোববার রাতে উপজেলার সাহাপুর ইউপির মহাদেবপুর গ্রামে এ ঘটনা ঘটেছে। নৌকার প্রার্থী আকাল সরদারের অভিযোগ, বিদ্রোহী প্রার্থী এমলাক হোসেনের সমর্থকেরা তাঁর কার্যালয়ে আগুন দিয়েছেন।

আগুনে ওই নির্বাচনী কার্যালয়ের ভেতরে রাখা প্রার্থীর শতাধিক নির্বাচনী পোস্টার, ডেকোরেটরের ঘেরা পর্দাসহ কিছু ছবি ও কাগজ পুড়ে গেছে। প্রতিবাদে গতকাল সোমবার দুপুরে সাহাপুরে ইউনিয়নে নৌকার সমর্থক ও দলীয় নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিল করেন।

পুলিশ ও দলীয় সূত্রে জানা গেছে, ইউপি নির্বাচন পরিচালনার জন্য সাহাপুরের মহাদেবপুরে তিন নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ইউসুফ আলীর বাড়ির পাশে নৌকা প্রতীকের একটি নির্বাচনী কার্যালয় করা হয়। দলের সমর্থকেরা জানান, রোববার রাতে আকাল সরদার ভোটের প্রচারণা শেষে দলীয় নেতা-কর্মীদের নিয়ে বাড়ি ফিরে যান। গভীর রাতে তাঁরা খবর পান মহাদেবপুরে নৌকার নির্বাচনী কার্যালয়ে আগুন দেওয়া হয়েছে।

ঘটনা সম্পর্কে নৌকার প্রার্থী আকাল সরদার অভিযোগ করেন, নির্বাচনে তাঁর একমাত্র প্রতিদ্বন্দ্বী দলের বিদ্রোহী প্রার্থী এমলাক হোসেন বাবুর সমর্থকেরা রাতে তাঁর নির্বাচনের কর্মী ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক দিপুকে হুমকি দেয়। পরে তাঁরা রাস্তা দিয়ে যাওয়ার সময় এ কার্যালয়ে আগুন দিয়ে চলে যান। বিষয়টি তিনি পুলিশকে জানিয়েছেন।

নৌকার নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিয়ার রহমান ভোলা বলেন, ‘রাত দেড়টার দিকে বিদ্রোহী প্রার্থী এমলাক হোসেন বাবুর সমর্থকেরা মোটরসাইকেলের বহর যাওয়ার সময় তাঁরা এ অগ্নিকাণ্ড ঘটায়। ওই রাতেই আমরা ঘটনাস্থলে যাই ও সেখানে পেট্রলসহ বোতল দেখতে পাই।’ তিনি আরও বলেন, ভোটে নৌকা মার্কার প্রার্থীকে হারানোর জন্য ভয়ভীতি ও ষড়যন্ত্র করা হচ্ছে।

জানতে চাইলে এমলাক হোসেন বাবু বলেন, নৌকার প্রার্থী আকাল সরদার ভোটের মাঠে হয়রানি ও হেয় করার জন্য এসব ষড়যন্ত্র করছে।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুজ্জামান বলেন, তিনি খবর পেয়ে সেখানে দ্রুত পুলিশ পাঠান। ঘটনাস্থলে গিয়ে কিছুর পোস্টার ও কাপড় পোড়ার নমুনা পেয়েছেন। এ ঘটনার সঙ্গে কারা জড়িত তা নিয়ে তদন্ত চলছে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ