হোম > ছাপা সংস্করণ

দলের নেতা হত্যা মামলার আসামি হলেন সদস্যসচিব

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামের আনোয়ারা উপজেলা বিএনপির কমিটিতে আলোচিত বিএনপি নেতা জামাল উদ্দিন অপহরণ ও হত্যা মামলার আসামি মোহাম্মদ হেলাল উদ্দিনকে সদস্যসচিব করা নিয়ে তোলপাড় শুরু হয়েছে। হেলাল উদ্দিনের বিরুদ্ধে নিজ দলের নেতা হত্যা ছাড়াও চেক প্রতারণা মামলা রয়েছে।

গত শনিবার মোশারফ হোসেন চৌধুরীকে আহ্বায়ক ও লায়ন হেলাল উদ্দিনকে সদস্যসচিব করে ৬১ সদস্যের কমিটি ঘোষণা করে দক্ষিণ জেলা বিএনপি।

অথচ প্রায় এক মাস আগে ১৭ এপ্রিল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বরাবর দেওয়া এক চিঠিতে দক্ষিণ জেলা বিএনপির আট সদস্য অভিযোগ করেন, মো. হেলাল বিএনপি নেতা জামালউদ্দিন হত্যা মামলার আসামি ছিলেন। এই মামলায় তিনি গ্রেপ্তারও হয়েছিলেন। এরপরও কমিটিতে তাকে রাখা নিয়ে শুরু হয়েছে তোলপাড়।

চিঠিতে আনোয়ারা উপজেলা থেকে দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটিতে স্থান পাওয়া নয়জনের মধ্য আটজনের স্বাক্ষর রয়েছে। চিঠিতে অভিযোগ করা হয়, জামাল উদ্দিন অপহরণ ও হত্যামামলায় মো. হেলালের প্রত্যক্ষভাবে জড়িত থাকার বিষয়টি এ ঘটনায় গ্রেপ্তার হওয়া আসামি শহিদ চেয়ারম্যান, কালা মাহবুব, সোবহান ড্রাইভার আদালতে ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে স্বীকার করেছেন।

মো. হেলাল এর আগে আনোয়ারার কোনো ইউনিয়ন কিংবা উপজেলা বিএনপির পদ-পদবিতে না থাকলেও তাঁকে দক্ষিণ জেলা বিএনপির সদস্য করা হয়। এমন বিতর্কিত ব্যক্তিকে দলের নেতৃত্বে আনা নিয়ে দলের তৃণমূলের নেতা-কর্মীদের তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। হেলাল আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন।

চিঠিতে বিএনপি নেতারা অভিযোগ করেন, মো. হেলালের বিরুদ্ধে চেক প্রতারণার মামলা রয়েছে। দলের বিভিন্ন নেতা ও সাধারণ ব্যবসায়ীদের কাছ থেকে ধার করা টাকা পরিশোধ না করার অভিযোগে অনেক মামলা রয়েছে তাঁর বিরুদ্ধে।

এ বিষয়ে লিখিত অভিযোগ দেওয়া দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মোহাম্মদ মেজবাহ চৌধুরী (জাহেদ) বলেন, ‘হেলালের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ থাকার পরও তাঁকে দলে রাখায় আমরা হতাশ।’

অভিযোগের বিষয়ে মো. হেলাল উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ‘নিজ দলের নেতা হত্যার সঙ্গে আমার ন্যূনতম সম্পর্ক নেই। চেক প্রতারণার মামলাটি আমার একটি কোম্পানি অজান্তে করেছে। সেটির সঙ্গেও আমার সম্পর্ক নেই।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ