তারাগঞ্জ উপজেলায় বিদ্যুতায়িত হয়ে মাহামুদুল হক (২৮) নামের এক যুবক নিহত হয়েছেন। তিনি উপজেলার কুর্শা ইউনিয়নের ডাঙ্গাপাড়া গ্রামের বাসিন্দা।
গতকাল বুধবার সকাল সাড়ে ১০টার দিকে নীলফামারী জেলার উত্তরা ইপিজেড এলাকায় সড়ক সংস্কারের কাজ করতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, সংসার চালানোর জন্য মাহামুদুল বিভিন্ন স্থানে গিয়ে দিনমজুরের কাজ করতেন। গত ২৫ অক্টোবর তিনি ম্যাক্স গ্রুপ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের অধীনে নীলফামারীর উত্তরা ইপিজেডের কাছে সৈয়দপুর অফদা মোড় থেকে নীলফামারীর টেক্সটাইল মিল পর্যন্ত একটি সড়ক সংস্কারের কাজে শ্রমিক হিসেবে যোগ দেন। বুধবার প্রতিদিনেরমতো কাজে যান তিনি। সকাল সাড়ে ১০টার দিকে রাস্তায় পানি দেওয়ার পাম্পে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে বিদ্যুতায়িত হন তিনি। আশঙ্কাজনক অবস্থায় নীলফামারী সদর হাসপাতালের নেওয়ার পথে তিনি মারা যান।
নীলফামারী সদর থানার ওসি আব্দুর রউপ মুঠোফোনে বলেন, মাহামুদুলের লাশ হাসপাতালে রয়েছে। এ ঘটনায় এখনো থানায় কেউ অভিযোগ করেননি।