জলবায়ু পরিবর্তন নিয়ে বিএনপিসহ দেশের অন্যান্য রাজনৈতিক দলের চিন্তার ঘাটতি রয়েছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। গতকাল সোমবার তথ্য ভবনে বাংলাদেশ ক্লাইমেট চেঞ্জ জার্নালিস্ট ফোরাম (বিসিসিজেএফ) আয়োজিত আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি।
প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগের এই যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, জলবায়ু পরিবর্তনে ঝুঁকিপূর্ণ দেশগুলোর অধিকার আদায়ে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন নেতৃত্ব দিচ্ছেন; তখন এ বিষয়ে বিএনপিসহ দেশের অন্য রাজনৈতিক দলগুলোর চিন্তার ঘাটতি লক্ষণীয়। বিএনপি শুধু সরকারের সমালোচনা আর নির্বাচন বর্জনের অপরাজনীতিতেই সীমাবদ্ধ।
বিসিসিজেএফ সভাপতি কাওসার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন প্রধান তথ্য কর্মকর্তা শাহেনুর মিয়া, চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের মহাপরিচালক স. ম. গোলাম কিবরিয়া প্রমুখ।
গতকাল তথ্য ভবনে বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউটের (বিসিটিআই) অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আরেক আলোচনা সভায় তথ্যমন্ত্রী বলেন, ‘একটি চলচ্চিত্র মানুষকে আনন্দ দেওয়ার পাশাপাশি বার্তা দিতে পারে। এই বার্তা কীভাবে দিতে পারে, সেই শিক্ষাটাই আমাদের দরকার।’