কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ১ম বর্ষের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আতাউর রহমান স্বাক্ষরিত এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।
বিজ্ঞপ্তির মাধ্যমে জানা গেছে, আবেদনের সময়সীমা ২৮ নভেম্বর রাত ১২টা ১ মিনিট থেকে ১২ ডিসেম্বর রাত ১২টা পর্যন্ত। ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীদের অনলাইনে এই লিংকে গিয়ে নির্দেশনা অনুযায়ী আবেদন করতে হবে। আবেদন ফি মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে পরিশোধ করা যাবে। ‘ক’ ইউনিটের বিভাগগুলোর জন্য ভর্তির আবেদন ফি ৬৫০ টাকা ধরা হয়েছে। ‘খ’ ইউনিটের বিভাগগুলোর ফি ৮০০ টাকা এবং ‘গ’ ইউনিটের বিভাগগুলোর জন্য ৪০০ টাকা ফি ধরা হয়েছে । সর্বাধিক ইউনিটে আবেদন করার জন্য অতিরিক্ত ২০০ টাকা যোগ করে ফি দিতে হবে।
আরও জানা গেছে, সমন্বিত ভর্তি পরীক্ষা ২০২০-২০২১ এ ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীদের পাওয়া মোট নম্বরের সঙ্গে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাওয়া জিপিএর ২ গুণ যোগ করে মেধা তালিকা তৈরি করা হবে। একাধিক প্রার্থী একই নম্বর পেলে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বেশি জিপিএ পাওয়া প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে। ভর্তির বিষয়ে বিস্তারিত জানা যাবে বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইটে।