হোম > ছাপা সংস্করণ

রাস্তা নদীতে, ৩ গ্রামের মানুষের ভোগান্তি

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি

কুড়িগ্রামের ফুলবাড়ীতে বারোমাসিয়া নদীর ভাঙনে ৫০-৬০ মিটার কাঁচা রাস্তা বিলীন হয়ে গেছে। এতে উপজেলা সদরের সঙ্গে তিন গ্রামের মানুষের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। স্থানীয়রা কৃষিপণ্য পরিবহনসহ যাতায়াতে ভোগান্তিতে পড়েছেন।

গতকাল বুধবার ফুলবাড়ী উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের ভাঙনকবলিত এলাকায় গিয়ে দেখা গেছে, বালাতাড়ি ও কৃষ্ণানন্দবকসী এলাকার বারোমাসিয়া নদীর তীরে আধা কিলোমিটার এলাকা ভেঙে গেছে। এ কারণে গোরকমন্ডল, কৃষ্ণানন্দবকসী ও বালাতাড়ি হয়ে বালারহাট যাতায়াতের কাঁচা রাস্তাটিতে প্রায় ৫০-৬০ মিটার বিলীন হয়ে গেছে। এতে তিন গ্রামের ১০ হাজার মানুষ যোগাযোগবিচ্ছিন্ন হয়ে পড়েছে। ওইসব এলাকার মানুষ জরুরি প্রয়োজনে প্রায় পাঁচ কিলোমিটার রাস্তা ঘুরে উপজেলা সদরসহ বালারহাট বাজারেযাতায়াত করছে।

বালাতাড়ি গ্ৰামের সবজি ব্যবসায়ী শাহজাহান মিয়া বলেন, ‘রাস্তা বিলীন হওয়ায় সময়মতো শাকসবজি হাটবাজারে নিয়ে যেতে পারি না। সময় ও খরচ বেশি পড়ে।’

উপজেলার কৃষ্ণানন্দবকসী এলাকার কৃষক নজরুল ইসলাম বলেন, ‘নদীর ওপারে আমার চাষের জমি আছে। ভুট্টা ও সবজি চাষ করেছি। রাস্তা না থাকায় নৌকায় যাতায়াত করি।’

গোরকমন্ডল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক আসাদুজ্জামান বলেন, ‘ভাঙা রাস্তার কারণে শিক্ষার্থীদের নিয়ে বিপদে আছি। যেকোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে।’

নাওডাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান হাছেন আলী জানান, বারোমাসিয়ার ভাঙনে ওই রাস্তাটি নদীগর্ভে বিলীন হয়েছে। এতে গোরকমন্ডল, কৃষ্ণানন্দবকসী ও বালাতাড়ি গ্রামের যোগাযোগব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়ে। ফলে বালাতাড়ি, কৃষ্ণানন্দবকসী ও গোরকমন্ডল এলাকার মানুষ পাঁচ কিলোমিটার বেশি পথ অতিক্রম করে যাতায়াত করছে। বিষয়টি তিনি উপজেলা প্রশাসনসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ